দুই কোটি ৪২ লাখ ৯ হাজার মানুষ যাচ্ছে মঙ্গল গ্রহে, খালি হচ্ছে পৃথিবী!

দুই কোটি ৪২ লাখ ৯ হাজার মানুষ যাচ্ছে মঙ্গল গ্রহে, খালি হচ্ছে পৃথিবী!

02-mars-promo-image.jpg

এক্সক্লুসিভ ডেস্ক : টাকা থাকলে কি না হয়। টাকার নাম বাবাজি। পৃথিবীর যন্ত্রণা সাড়াতে এবার অনেকেই পাড়ি জমাবেন মঙ্গলগ্রহে। চাইলে আপনিও যেতে পারেন। তবে এর আগে যা করতে হবে তা হল বুকিং। এর জন্য যে অর্থ প্রয়োজন তা হলেই নাসার মাধ্যমে আপনার সোনালী স্বপ্ন পূরণ হতেও পারে।
639620382-mars.jpg
এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা যাবেন তাদের মধ্যে প্রতিবেশি দেশ ভারতে এক লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ভারতীয় মঙ্গলগ্রহে যেতে চায়। আগামী বছরের ৫ মে নাসার ইনসাইট মঙ্গল গ্রহের দিকে যাত্রা করার কথা। নাসার ওই ইনসাইটে টিকিট বুক করেছে ভারতীয়রা।

s085717209.jpg
নাসা এক বিবৃতিতে বলছে, যারা মঙ্গলে যেতে নাম লিখিয়েছেন, অনলাইনের মাধ্যমে তাঁদের বোর্ডিং পাস দেওয়া হবে। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের দুই কোটি ৪২ লাখ ৯ হাজার ৮০৭ জন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নাসায় নাম দিয়েছে।

মঙ্গল অভিযানে যেতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছ থেকে যত নাম এসেছে, এ তালিকায় ভারত তৃতীয়।
তালিকায় প্রথমে যুক্তরাষ্ট্র। দেশটির ছয় লাখ ৭৬ হাজার ৭৭৩ জন মঙ্গলে যেতে চায়। দ্বিতীয় অবস্থানে চীন। দেশটির দুই লাখ ৬২ হাজার ৭৫২ জন মঙ্গল গ্রহে যেতে চায়।1.jpg
মহাকাশ বিশেষজ্ঞরা বলছে, নাসার অভিযানে মঙ্গল গ্রহে যেতে ইচ্ছুক মানুষের তালিকার প্রথমে যুক্তরাষ্ট্রের নাম থাকাটা বিস্ময়ের নয়। তবে তালিকায় চীনের পরই ভারতের নাম থাকাটা তাৎপর্যপূর্ণ।

নাসার জেট পরিচালন গবেষণাগারের (জেট প্রপালসন ল্যাবরেটরি) অ্যান্ড্রু গুড বলেন, নাম জমা দেওয়ার শেষদিন ছিল গত সপ্তাহে। ইনসাইটটি কেবল মঙ্গলগ্রহ পর্যবেক্ষণ করবে না। একই সঙ্গে এই গ্রহের গঠন এবং সৌর ব্যবস্থা পর্যবেক্ষণ করবে।

Sort:  

m don't know bangla reading

ops sorry i will try to post on English for next time.

Nice post
upvote and comment back

Dear @rabeyaislambithi In Future Bangladesh Also Be Their..
You MAy Check My LAst Post & Hit The Like Button + Comment

yes i think so. ok i will do.

Awesome post friend.
really super & mind touch post and pic like it.
I like your all content because your content type and quality is so good.
best of luck go ahead friend.
vote,cmmnt back

thanks for your comment.

nasa the invested the human on the moon,you done super post,

thanks for your comment.

try to write all article in English

okk i will dear. thanks for your comment.

wow... good to know that..thanks