সার্চ জায়ান্ট গুগল ইনস্ট্যান্ট সার্চ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ফিচারে ব্যবহারকারীরা কোনো কিছু সার্চের জন্য টাইপ করার সময় গুগল সম্ভাব্য বেশ কিছু সার্চ রেজাল্ট দেখায় যা সহজে সময় বাঁচিয়ে কোনো কিছু খুঁজতে সাহায্য করে।
২০১০ সালে মারিসা মেয়ার যখন গুগল সার্চের প্রধান ছিলেন সে সময় জনপ্রিয় এই ফিচারটি উন্মুক্ত করা হয়েছিল এবং সে সময় দাবি করা হয়েছিল, এই ফিচারটি যদি এই বিশ্বের সবাই ব্যবহার করে তাহলে একদিনে ৩.৫ বিলিয়ন সেকেন্ড সময় বাঁচানো যাবে। তবে সাম্প্রতিক সময়ে ডেস্কটপের চেয়ে মোবাইল সার্চ বেড়ে গিয়েছে। গুগল এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ শতাংশের বেশি গুগল সার্চ মোবাইলে করা হয়। এতে ভিন্ন ইনপুট, প্রতিক্রিয়া ও স্ক্রিন সীমাবদ্ধতা থাকে। এজন্য তারা এই ইনস্ট্যান্ট সার্চ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এবং এর পরিবর্তে সকল ডিভাইসে সার্চ অভিজ্ঞতা আরও উন্নত করায় ফোকাস দিতে চায় প্রতিষ্ঠানটি।
আর এই ফিচার বন্ধ করে দেওয়ায় ডেস্কটপ ব্যবহারকারীরা তাদের কাঙ্ক্ষিত সার্চ রেজাল্ট ‘ইন্টার’ বাটন প্রেস করার পরেই পাবে।
Sad!
Thanks for your valuable comment
Bad news.
Thanks for your valuable comment
sad news
Thanks for your valuable comment
ki bole!!
hi friend....
please, upvoting my post
sad