ইংল্যান্ড বনাম পাকিস্থান টেস্ট (২য় দিন)

in #test7 years ago

২য় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ৩৫০।
আযাহার আলি = ৫০
হারিস সোহেল =৩৯
আসাদ সফিক =৫৯
বাব্র আযম=৬৮
সাদাব খান=৫২
ফাহিম আশ্রাফ=৩৮
মোহাম্মদ আমির = ১৯ (নট আউট)।
ইংল্যান্ডের অ্যান্ডারসন ও বেন স্টক ৩ টি করে এবং ওড ও ব্রড ১ টি করে উইকেট লাভ করে। পাকিস্তান ৮ উইকেট হারিয়ে ৩৫০ রান তুলে দিন শেষ করে।