এত কষ্টের পরেও জিবনে অনেক সুখ রয়েছে। জিবনে সুখ এমনি এমনিই আসে না। এজন্য অনেক পরিশ্রম করতে হয়। প্রকৃতির এটাই নিয়ম - আমাপনাকে সবসময় অন্যদের সাথে এবং প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই করেই টিকে থাকতে হবে। আবার আপনি জীবনের প্রয়োজনীয় উপাদান প্রকৃতিতেই খুজে পাবেন।
"তোমার ভালোবাসায় আমার ভাললাগা উল্লাস!
তোমার চোখেই দেখেছি আবার আমার সর্বনাশ।"
দোয়া করবেন আমি যেনো অনেক বড় হতে পারি।