আমি গত কয়দিন যাবত এই কথাটাই বাবতেছিলাম.

in #thought7 years ago

প্রত্যেকের পারায় পারায় মসজিদ আছে। শুক্রবার আমরা সবাই মসজিদে যায় জুম্মা নামাজ পড়তে। আমি বা আমরা ব্যক্তিভাবে কিছু ইনসানিয়াতের লিফলেট প্রিন্ট করে মসজিদের মুসল্লিদের মাঝে বিতরণ করতেই পারি। তার জন্য যে বিশাল টাকার প্রয়োজন তা কিন্তু না। আমার ইচ্ছা শক্তি টাই এখানে গুরুত্বপূর্ন। অল্প কিছু টাকা দিয়েই কিন্তু এই লিফলেট গুলি আমি প্রিন্ট করতে পারি। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা ফলেই একদিন ইনসানিয়াতের বিশাল প্লাটফর্ম হবে। তাই যারা পারেন একটু চেষ্টা করে দেখতে পারেন।