সম্পর্ক চন্দন কাঠের মতো হওয়া উচিৎ, হাজার টুকরো হয়ে গেলেও সুগন্ধ অটুট থাকবে।

in #thought3 years ago

IMG20211118173046.jpg

(যতদিন জীবন আছে তাকে সুগন্ধে ভরিয়ে তুলুন আপনজনদের সাথে)

প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশাকরি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ কেনো জানিনা নিজের মনের কথাগুলো নিজের ভাষাতে লিখতে ইচ্ছে হলো। হয়তো নিজের মাতৃ ভাষাতেই নিজের মনের ভাব সঠিক ভাবে প্রস্ফুটিত করা যায়।

বেশ কিছুদিন ধরে নিজের এবং নিজের কিছু মানুষের শারীরিক, মানসিক ওঠা পরার মধ্যে দিয়ে আমার দিনযাপন হচ্ছে।

জীবনে আমাদের সকলেরই কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় সময় অসময়ে; সেই সময় সম্পর্কের পরিভাষা হয়তো সত্যি বোঝা যায়।

বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবার পর মনে হয় সম্পর্ক হওয়া উচিৎ চন্দন কাঠের মতো; হাজার টুকরো হয়ে গেলেও সুগন্ধ অটুট থাকবে।

নাইবা মনের মত সব কিছু হলো কিন্তু মন এর ভাব বিনিময়, মনের ভাষাটাই বা কতজন বোঝার ক্ষমতা রাখে।

নিজের আনন্দ, দুঃখ যার সাথে অবলীলায় ভাগ করে নেওয়া যায়, যে অন্যের মানসিক অবসাদ কে সমান গুরুত্ব দেবার মনোভাব রাখে এমন মানুষ ই বা কম কি!

নাই বা সেখানে থাকলো রক্তের বাঁধন, নাই বা কোনো স্বার্থ, থাকুক শুধু মনের ভাব বিনিময় এবং সেটা বোঝার মানসিকতা, এটা কি কম পাওয়া?

সবকিছু একদিন ফুরিয়ে যাবে, রয়ে যাবে কিছু মুহূর্ত।
দুর্ভাগ্যজনক হলো সময় থাকতে সঠিক সম্পর্ক অনেকেই বোঝে না, যখন বোঝে তখন সময় ফুরিয়ে যায়।

মানুষ ভোগ বিলাসী, সেটা দোষের নয় ততক্ষন, যতক্ষণ সেখানে কেবল নিজস্বার্থ চরিতার্থের লালসা না থাকে।

অর্থ, সম্পদ ক্ষণিকের অতিথি, যেটা কেবল জীবদ্দশায় ভোগ করা যায়, কিন্তু সম্পর্ক এবং তার অভিজ্ঞতা চলে যুগ যুগান্তর ধরে।

সেটা যদি না হতো রাধা কৃষ্ণ আজও পূজিত হতো না, ভালোবাসার উদাহরণ হিসেবে তাকে আমরা তুলে ধরতাম না।

9vWp6aU4y8kwSZ9Gw15LFL3aMdhmgmBBFMpDJregpdP328sJPRsjqhH4JUWhJ1vDPE5CGsGcmKgeHw174eWPdhBkKQLMdiBRH5FL6We39oMv7u1oP8okdXf2hcmu5P3WUc1HcXe29XQdbHmLA.jpegqjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZenZkxUHurYwyq84cTA9owngQcS4Ag6HysuSztRGyykm4NkpSKvQDvgfrSFpUxRksLdcG3xKHFBk.png

IMG20211118172734.jpg

(জীবনের কিছু রং বিতরণ করে নিন আনন্দ রূপে)

প্রতিটি সম্পর্ক সুমধুর রাখার দায়িত্ব উভয় ক্ষেত্রেই বর্তায়, এবং যারা সেটা সফল ভাবে বইতে পারে তাদেরকে বহুযুগ ধরে মানুষ মনে রাখে।

আমাদের উচিৎ আদর্শ উদাহণস্বরূপ নিজেদের সম্পর্কের অস্তিত্ব রক্ষা করা।
আমরা মানুষ দেবতা নই, তাই ভুলের মাধ্যমে অভিজ্ঞতা সঞ্চয় করি।

যে মানুষ ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে সম্পর্ক তৈরি করে সেই সম্পর্ক সবসময় চিরস্থায়ী হয়, কারণ আগুনের মধ্যে দিয়ে গিয়ে সোনা তার প্রকৃত স্বরূপ ধারণ করে।

আমি বিশ্বাস করে ঠকেছি, ঠেকেছি এবং শিখেছি। আজ আমি জানি বিশ্বাস এর দৈর্ঘ্য কোন ব্যাক্তির ক্ষেত্রে কতটুকু হওয়া উচিৎ। এটাকেই হয়তো অভিজ্ঞতা বলে।

ঠিক তেমনি সব হারিয়ে কিছু মানুষকে পেয়েছি যারা আমার জীবনে চন্দনকাঠের মতো, কারণ লক্ষ টুকরো হবার পরেও আমার প্রতি তাদের বিশ্বাস এবং আমার তাদের প্রতি বিশ্বাস, স্নেহ, ভালোবাসা একবর্ণ পরিবর্তিত হয় নি।

আমি জানি কিছু মানুষ অনেক টা নারকেল এর মত হয়, যারা উপর থেকে শক্ত হলেও ভিতর থেকে ততটাই নমনীয়।

তাই অবশেষে বলবো, সব হারিয়েও কিছু চন্দন কাঠ আজ ও আমার জীবনে অবশিষ্ঠ আছে যার সুগন্ধ আমার জীবনকে প্রানবন্ত করে রেখেছে, এটুকুই বা কতজন পায়।

ঈশ্বরের কাছে তো সবসময় অভিযোগ নিয়েই আমরা হাজির হই, সব না পাওয়া, হারিয়ে যাবার হিসেব নিকেষ কষি।

আজ আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই কারণ সব হারাদের দল এ নাম লিখিয়ে ও, কিছু পাবার আনন্দ তিনি আমাকে দিয়েছেন।

ভালো থাকবেন সবাই, এবং ভালো রাখবেন নিজের প্রিয়জনদের।

নিজেকে চন্দন কাঠের মতো গড়ে তুলে সুগন্ধ বিতরণ করুন, ক্ষয়ে তো শরীরটা একদিন যাবেই কিন্তু সুগন্ধ অটুট থেকে যাবে। কি বলেন আপনারা?

Sort:  

Congratulations @sunitahive! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You got more than 800 replies.
Your next target is to reach 900 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out the last post from @hivebuzz:

Hive Power Up Day - December 1st 2021 - Become an Orca!