স্বল্প খরচে ঘুরে আসুন রাঙ্গামাটি।সময় : ২ রাত ১ দিনসদস্য : নিম্নে ৫ জন।কম খরচে কিভাবে যাবেন :# ঢাকা থেকে রাত ১০:৩০ টায় ঢাকা - চট্টগ্রাম মেইল ট্রেনে করে চট্রগ্রাম, ভাড়া ১২০ টাকা। (লোকাল বাসের মত যে আগে গিয়া সিট নিতে পারে)# সকাল ৭ টার ভিতর চট্রগ্রাম। ২০ টাকা খরচ করে নাস্তা সেরে নিন। তারপর চট্রগাম রেল স্টেশন থেকে"অক্সিজেন বাস স্টান্ড" চলে যান। সেই খান থেকে চট্টগ্রাম - রাঙ্গামাটি বাস ছাড়ে, ভাড়া ৯০ টাকা। (বাসের ছাদে উঠলে বেস্ট, ভাল ভিউ পাওয়া যায়)# সকাল ১০:৩০ এর ভিতর রাঙ্গামাটির "রিজার্ভ বাজার" পৌছে যাবেন। বাস থেকে নেমে সময় নষ্ট না করে স্থানীয় দের সহয়তায় লঞ্চ ঘাট চলে যান। পায়ে হেটে ২-৩ মিনিট সময় লাগবে।# লঞ্চ ঘাট থেকে ট্রলার ভাড়া করুন, দামাদামি করুন ১৫০০ টাকা রাজি হয়ে যাবে। বিকাল ৫ টা পযন্ত।# রাঙ্গামাটি র সব দশনীয় স্থান গুলো (ঝুলন্ত ব্রিজ, কাপ্তাই হ্রাদ, রাজ বাড়ি, চাং পাং রেস্টুরেন্ট ইত্যাদি) আপনি ট্রলারে বসেই দেখতে পারবেন। ট্রলারের মাঝি কে গাইড হিসেবে ব্যবহার করুন।# দুপুরের খাবার আপনি চাইলে চাং পাং রেস্টুরেন্ট এ খেতে পারেন। পাহাড়ি খাবারের টেস্ট পাবেন যেমন (কলা মোচা ভওা, বেম্বো মাছ, চিকেন ইত্যাদি)যদিও দাম একটু বেশি, কিন্তু ৫-৬ জন খেলে পার পারসন ১১০-১৩০ এর ভিতর হয়ে যাবে । আর না হলে হালকা কলা, রুটি কিনে নিয়ে যেতে পারেন শহর থেকে।# বিকাল ৫ টার আগে সব স্পট গুলো ঘুরে চলে আসুন আবার রাঙ্গামাটি শহরে। চট্টগাম যাওয়ার বাসে উঠে পড়ুন (ভাড়া :৯০ টাকা) পাহাড়ের বুকে সূর্য অস্ত দেখতে চাইলে ছাদে উঠুন।# রাত ৮:৩০ র ভিতর চট্রগাম, ৫০-৬০ টাকা খরচ করে রাতের খাবার সেরে ফেলুন। তারপর আবার রেল স্টেশন চলে আসুন, মেইল ট্রেন রাত ১০:৩০ এ ছাড়ে (ভাড়া ১২০ টাকা) টিকেট কেটে তাড়াতাড়ি উঠে পড়ুন, না হলে সিট পাবেন না। সকাল ৭ টায় ঢাকা ইনশাল্লাহ।এইভাবে ঘুরলে ১০০০ টাকার ভিতর সব সহজেই হয়ে যাবে।বি:দ্র: দয়াকরে কেউ পানির বোতল, পলিথির ইত্যাদি ফেলে পরিবেশ নষ্ট করবেন না। দেশ টা আমাদের, আমরাই যদি নষ্ট করি তাহলে রক্ষা করবে কে।
Tour in Rangamati, Bangladesh
7 years ago in #travel by khaled6 (40)
$0.54
- Past Payouts $0.54
- - Author $0.42
- - Curators & beneficiaries $0.11
- > esteemapp: $0.03
Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!
WARNING - The message you received from @samsulbahri1991 is a CONFIRMED SCAM!
DO NOT FOLLOW any instruction and DO NOT CLICK on any link in the comment!
For more information, read this post: https://steemit.com/steemit/@arcange/phishing-site-reported-steemautobot-dot-ml
Please consider to upvote this warning if you find my work to protect you and the platform valuable. Your support is welcome!