সময়ের এক ফোঁটা ও সময়ের ১০ ফোঁটা

in #valuabltime7 years ago

মানুষ সময়ের মূল্য দিতে জানে না। সময়ের অপবাবহার কি করে করতে হই মানুষ খুব ভাল করে জানে।  সময়ের কাজ যদি সময় করত মানুষ তাহলে বাংলাদেশ আজ অনেক উন্নত হত।  বাংলাদেশের মানুষ অনেক আলস । এরা সুধু খাইতে আর ঘুমাতে জানে। আর কিছু জানে বলে মনে হই না।  

আজ মানুষ জানে সময়ই টা কিভাবে কাজে লাগাতে হই কিন্তু কাজে লাগাই না। আগে মানুষ  খুব কাজ করত। কিন্তু কিভাবে কি কাজ করতে হত সেটা জানত না। কিন্তু আজ মানুষ সব জানে কিন্তু তাও করে না। আলস্মানুস দিয়া জিবনে কিছু হই না। অরা না পারে কিছু করতে আবের কেও ক উৎসাহিত ও করতে জানে না। মানুষ আজ অনেক আরাম  করতে শিকছে। আরাম ছাড়া কিছু করতে পারে না। মানুষের এখন প্রছুর টাকা পইশা। মানুষের কোন অভাব নাই। কিন্তু আগের মানুষের দিকে তাকালে দেখা যাই। এক বেলা খাওয়ার জন্য সারা দিন কাজ করত। 

আর ঢাকা শহরের কথা বাদ দিলাম । মানুষের সময়ই ঢাকার রাস্তাই সব কিছু নষ্ট হইয়া যাই। আত পরিমান জ্যাম। মানুষ আজ অতিস্ত হইয়া গেছে। 

সবাইকে অনেক ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য । আমার পোস্ট ভাল লাগলে কমেন্ট করে জানাবেন । সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভাল থাকবেন। 
Sort:  

This post has received a 12.99 % upvote from @booster thanks to: @smsadman.