‘সবজি খেতে পারিনি বলে হেরে গেছি’

in #veg4 years ago

image.png

খেলা শেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাকের ওপর তোয়ালে বিছিয়ে উপুড় হয়ে শুয়ে রইলেন আজহারুল ইসলাম। চোখেমুখে রাজ্যের হতাশা। একটু আগেই ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ জিতেছেন। ২৬ বছর ধরে এই ইভেন্টকে নিজের ব্যক্তিগত সম্পত্তিই বানিয়ে ফেলেছেন আজহারুল। ডিসকাস থ্রো মানেই যেন আজহারুলের সোনা। ক্যারিয়ারে এ পর্যন্ত সামার ও জাতীয় মিট মিলে ৩৩টি সোনার পদক জিতেছেন। অথচ সেই আজহারই কিনা আজ সোনা জিততে পারলেন না!