আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। তো আজকে ব্লকটি হচ্ছে খুলনা মুজগুনী নতুন পার্কটি নিয়ে। আল পার্কের নাম উল্লাস বিনোদন পার্ক।
খুলনা শহরের নতুন করে পার্কটি তৈরি করা হয়েছে তো ভাবলাম কেন নাই আমরা ঘুরে আসি। কম টাকার ভিতরে খুবই সুন্দর একটি পরিবেশে আমরা আজকে ঘুরতে গেলাম। আসলে আমি ভেবেছিলাম পার্কটি কেমন হবে না হবে পরে গিয়ে দেখি পার্কটি কিন্তু খুবই সুন্দর আর পার্ককে যে রাইটগুলো রয়েছে ওগুলো খুবই সুন্দর আর খুবই ভালো। আশা করি যখন পার্কটি পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আরো বেশি সুন্দর হবে।
তো ভিডিওতে আমি সম্পূর্ণ ডিটেইলস দিয়ে দিয়েছি আর কোন রাইডে কত টাকা সবকিছুই বলে দিয়েছি তো চলুন ভিডিওটি দেখে নিই।
আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।।
আপু কিছু মনে না করলে আপনার সাথে একটা বিষয়ে কথা বলতে পাড়ি.?