ডেইলি স্টার সম্পাদকীয় শব্দার্থ, পড়লেই মুখস্থ!!
--------------17-Nov--2017---------------
US position on Rohingya crisis
[রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্টের পদক্ষেপ]
Focus should be on resolving it soon [ বিশেষ মনযোগ/ফোকাস হওয়া উচিৎ দ্রুত সংকট সমাধানে]
-------------By--Razib Raz---------------
- mounting evidence চড়া প্রমাণ /যথেষ্ট প্রমাণ। mount মানে কিন্তু পাহাড় পর্বত। mounting evidence তাহলে বিশাল বিশাল প্রামাণ রোহিঙ্গা নির্যাতনের।
- constrained বাধ্য, অপ্রস্তুত, কৃত্রিম, অস্বাভাবিক। কাউকে কোন কিছুতে বাধ্য করালে সে অপ্রস্তুত থাকে, তাকে কৃত্রিম বা অস্বাভাবিক দেখায় সে তখন constrained থাকে।
- contradict বিপরীত হত্তয়া, বিরূদ্ধ হত্তয়া, বিপরীত হওয়া He did not contradict what he said last week.
- punitive শাস্তিমূলক, দণ্ডমূলক
- sanctions নিষেধাজ্ঞা, অনুমতি, অনুমতি দেত্তয়া, অনুমোদন করা। কোন কিছু জারি করা, sanctions জারি করল মানে নিষেধেরও হতে পারে আবার, সবাইকে কর না দেয়ার অনুমিতও হতে পারে।
- compel বাধ্য করা
- ameliorate
উন্নয়নসাধন করা, উন্নত করা, উন্নত হত্তয়া, সংশোধন করা। মাসিক এডিটোরিয়াল নিউজ পড়লে ইংলিশে অনেক ameliorate করতে পারবেন।
-------------By--Razib Raz---------------
Food assistance for poor hampered [দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা ব্যাহত]
Why are government stocks low?[কেন সরকারী মজুত হীনপদস্থ]
-------------By--Razib Raz--------------- - ultra poor হত দরিদ্র/চরম দরিদ্র
- doldrum, নির্জীব মনমরা ভাব, স্থির অবস্থা, অচঞ্চল অবস্থায়। চঞ্চল মানুষদের হঠাৎ doldrum দেখলে খুব খারাপ লাগে।
- procurement আসাদন,আহরণ (The action of obtaining or procuring something).বাস্তব জ্ঞান procure করা বাধ্যতামূলক।
- curtail সংকোচন করা, হ্রাস করা, কমান, সঙ্কুচিত করা, সংক্ষিপ্ত করা। আমাদের গ্যাস ব্যবহার curtail না করলে এক সময় অনেক ভোগতে হবে।
- unmitigated পুরাদস্তুর, চরম, অপ্রশমিত, অবাধ। প্রশ্ন ফাঁস বিষয়টি বাংলাদেশে unmitigated মানে দমেনি, কমেনি, চরম আকারের আর অবাধে চলছেই।
- parboiled [Partly cook (food) by boiling.] ডাঁট,আফুটন্ত।
non-parboiled সিদ্ধ না করা।
চাল তিন রকম হয় 1.সিদ্ধ boiled - অল্পসিদ্ধ parboiled
- সরারসরি ধান থেকে চাউল, কোনরকম সিদ্ধ করা হয়নি Non-paraboiled.
-------------By--Razib Raz---------------
Read daily to build up your vocabulary power ...... Vocabulary is just like the pocket money....
If you don't have this, u can't buy something mean u can't make sentence or understand by reading passages....
Stay connected
Very helpful post!!