#ফ্রেশ_রিভিউগতকাল রাজস্থান বিরিয়ানির ২৬ টাকা কমের অফারটা দেখে আজ ছুটির দিনে তিনজন একসাথে দুপুরে খাবো বলে নিয়ে এলাম মোরগ পোলাও।আগেও ওদের অইখান থেকে বাসমতি কাচ্চি আর মোরগ পোলাও এনেছিলাম,কিন্তুরিভিউ দেয়া হয়েউঠেনি।আজকের অফারটা রাত নয়টা পর্যন্ত চলবে।মোরগ পোলাও ২৬ টাকা কমে ১১৪/= আর বাসমতি কাচ্চি ১৫৪/=শুধুমাত্র কান্দিরপাড় শাখায় এই অফার চলছে।এইবার আসি রেটিং এ....স্থান:রাজস্থান শাহি বিরিয়ানি,কান্দিরপাড় শাখাআইটেম:মোরগ পোলাও(তিন প্যাকেট) আর বাসায় বানানো মিক্সড সালাদমূল্য:(১১৪*৩)টাকা=৩৪২টাকারেটিং:পরিমাণ:১০/১০,যথেষ্ট পরিমানে ছিল,খাদক কারো জন্য এক প্যাকেট যথেষ্ট!স্বাদ:৮/১০,৮.৫ দিতাম কিন্তু সাথের সালাদটা ফ্রেশ ছিলনা দেখেহাফ মাইনাস।ব্যবহার:১০/১০,একজন কাস্টমারের সাথে ব্যবহারটা ভালো হওয়া প্রতিটা রেস্টুরেন্টের ই অনেক বড় প্লাস পয়েন্ট আমার মতে।পানি চাইতেই পরপর দুগ্লাস ঠান্ডা পানি দিয়ে সত্যিই মনটা ভালো করে দিয়েছেন, আর পিস কোনটা চাচ্ছি সেইটা জিজ্ঞেস করার সাথেসাথে বেশ তাড়াতাড়িই তারা প্যাকেট করে দিয়েছেন।পরামর্শ:স্পেস বড় করা কিংবা জায়গা চেঞ্জ করলে পার্সেল না নিয়ে বসে খেতে সুবিধাজনক হয়।আর আজকের সালাদের ব্যাপারটা একটু দেখবেন,সকাল থেকে রেডি করা দেখে একটু স্মেলি লাগছে,ফ্রেশ দিলে কাস্টমার দের তৃপ্তির একটাখাবার দিতে পারবেন সব মিলিয়ে।তাই চাইলেই আজকের অফারে খেয়ে নিতে পারেন কাচ্চি বা মোরগ পোলাও!হ্যাপি ইটিং!
Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!