বালি ভ্রমণ
পর্বঃ ০২
ভ্রমণ কথাঃ
বালি ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমি আপনাদের সাথে UBUD ঘুরার অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করবো। UBUD-কে বালির Cultural Heritage Center বলা হয়।
বালিনিশ ঐতিহ্যের বহির প্রকাশ দেখতে হলে আপনাকে অবশ্যই UBUD যেতে হবে। শস্য খেত, পাহাড়, ঝর্না, পাহাড়ি-বন, মন্দির ও ঐতিহ্যে ঘেরা এই UBUD। UBUD-এ ঘুরার মতো অনেক স্থান রয়েছে, এক দিনে তা ঘুরে শেষ করা যাবে না। যারা UBUD-এর মোটামুটি সব স্থান ঘুরে দেখতে চান আমি বলবো তারা যেনও UBUD-এ দুই রাত কাটান। UBUD-এ খুব ভালো মানের হোটেল, রিসোর্ট ও ভিলা রয়েছে। UBUD-এ ঘুরে দেখার মতো যেই স্থানগুলো রয়েছে তার মধ্যে TEGALLALANG RICE TERRACE, SANGEH MONKEY FOREST, PURA TAMAN SARASWATI TEMPLE, TEGENUNGAN WATERFALL, ART VILLAGE SUCH AS SILVERSMITH FACTORY, PAINTING ART MARKET,WOOD CARVING, COFFEE PLANTATION এবং MOUNT BATUR।
সময় স্বল্পতার কারনে আমি UBUD-এর সকল স্থানে যেতে পারি নাই, তবে UBUD আসলে যে সকল স্থান না দেখলেই নয় আমি সেই সকল স্থানে ঘুরেছি তার মধ্যে এক জন পাহাড়ি ঝর্না প্রেমী হিসেবে আমি প্রথম গিয়েছি TEGENUNGAN WATERFALL, তার পর গেলাম TEGALLALANG RICE TERRACE ।UBUD-এর গ্রাম্য মানুষ কিভাবে জীবিকা নিরবাহের জন্য পাহাড়ের গায়ে আমাদের দেশের পাহাড়ি জুম পদ্ধতির মতো করে ধান চাষ করে টা আপনি এখানে দেখতে পাবেন। তার পর সব শেষে গেলাম পাহাড়ের চূড়ায় অবস্থিত জীবন্ত আগ্নেয়গিরি MOUNT BATUR দেখতে। UBUD-এর প্রাকৃতিক সুন্দর্য দেখার মতো। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আশা করি সবার ভালো লাগবে, বালি আসলে অবশ্যই UBUD ঘুরে যাবনে....
পর্বঃ ০২ (স্থান-০১)
DAY-02 (27.03.2018)-UBUD_TEGENUNGAN WATERFALL
যেহেতু আমাদেরকে আজকে শহরের বাহিরে ঘুরতে যেতে হবে তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোটেল এর Restaurant Free Buffett Breakfast টা করে নেই। Breakfast শেষ হতে না হতেই আমাদের Driver ৮:৩০ মিনিটে গাড়ী নিয়ে হাজীর, তবে আজকে অন্য এক জন Driver। Mr.Robby গতকাল রাতে আমাকে WhatsApp-এ Message দিয়ে বলো যে তার একটা অন্য কাজ আছে তাই সে তার এক বন্ধু RICKY-কে পাঠালো। এখানে সবাই WhatsApp use করে। আমি RICKY-এর সাথে একটু কথা বলে নিলাম যে আমরা কোথায় কোথায় যাবো। আজকের দিনের জন্য আমাদের FULL DAY-12 Hour CAR RENT ছিলো যার ভাড়া ছিলো INR ৬০০,০০০/- বা BDT ৩৭৫০/-, এর ভিতর গাড়িতে বসে Wi-Fi Use Free ছিলো আর Driver আমাদের গাইড হিসেবে Support দিয়েছিলো....
যাই হোক আমরা আমাদের যাত্রা শুরু করলাম TEGENUNGAN WATERFALL-এর পথে। সকাল সকাল বালির শহরের পথে একটু Traffic Jam ছিলো, Driver-কে জিজ্ঞেস করলাম আজকে এতো Jam কেনো, তখন সে জানালো সকাল বেলা সবাই কাজে যাওয়ার জন্য বেস্ত থাকে তাই বালিতে সকালে ও বিকেল বেলা অনেক Jam হয়। বালি শহরের রাস্তাগুলো বেশ প্রসস্থ মনে হয়েছে আমার কাছে। শহরের প্রধান প্রধান রাস্তা গুলোর দুই পাশে নামি দামি সব হোটেল আর সুপার-শপ দিয়ে ভরা। রাস্তার দুই পাশ সুন্দর সবুজ গাছপালা দিয়ে সাজানো। শহরের রাস্তা দেখতে দেখতে ঘণ্টা দেড়েক পরেই চলে এলাম TEGENUNGAN WATERFALL এর পার্কিং এ। Driver আমাদেরকে WATERFALL এ যাওয়ার পথাটা দেখিয়ে দিয়ে দিলো। একটু সামনে যেতেই Ticket Counter চোখে পরলো। TEGENUNGAN WATERFALL-এর প্রথম ধাপে যেতে আপনাকে INR ১৫,০০০/- বা BDT ৯৩.৭৫/- জন প্রতি গুনতে হবে। আমরা টিকেট কেটে সামনের দিকে যেতে থাকলাম। কিছু দূর যাওয়ার পরই কিছু দোকান চোখে পরলো। এই দোকান গুলোতে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে সাজানো ছিলো আর দোকান গুলোর পাশেই ছিলো খাবার-দাবারের দোকান। আমরা একটা খাবারের দোকানে যেয়ে হালকা কিছু শুকনা খাবার খেয়ে নিলাম ও সাথে করে খাবার পানি কিনে নিলাম। দোকান থেকে বের হয়ে একটু আগে যেতেই WATERFALL এ যাওয়ার সিঁড়ি পেয়ে গেলাম। সিঁড়ি বেয়ে একটু সামনে আগাতেই WATERFALL-এ গোসল করার জন্য ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা জামা-কাপর বদলানোর রুম দেখতে পেলাম(এখানে কোন টাকা লাগে না)। তার পাশেই একটা Swimming Pool দেখতে পেলাম। এই Pool-এর পানিটা আশে পাহাড়ের একটা ঝর্না থেকে। অনেক ভিন দেশিকে দেখলাম এখানে ডুবে ডুবে মজা করছে। Swimming Pool থেকে একটু আগে যেতেই চোখের সামনে আবিষ্কার করলাম এক দানোব আকৃতির ঝর্না। বেশ উপর থেকে ঝর্নার পানি পরছিলো। ভোর বেলা বৃষ্টি হওয়ার কারনে ঝর্নার পানি ঘোলা ছিলো। আমরা ঝর্নার ঠিক সামনে দাড়িয়ে কিছুক্ষণ ঝর্নার পানির শব্দ অনুভব করলাম। ঝর্নার সামনে একটা বার্ডে লিখা ছিলো- "Be Sexy but Don't Be Nude"। লিখাটা পরে আমার আর বুঝতে বাকি রইলো না ব্যাপার টা। তার পর খেয়াল করলাম যে অনেক মানুষ ঝর্নার উপুরের অংশে যাচ্ছে, সেটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। উপরে যাওয়ার আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে কিছু দূর আগাতাই দেখলাম আরেকটা Ticket Counter। TEGENUNGAN WATERFALL-এর দ্বিতীয় ধাপে যেতে আপনাকে INR ১০,০০০/- বা BDT ৬২.৫০/- জন প্রতি গুনতে হবে। যাই হোক যেতে এতটুকু পথ বেয়ে উপরে আসলাম তাই টিকেটটা করে ফেললাম। টিকেট কেটে একটু সামনে যেতেই ঝর্নার উপরি ভাগটা দেখতে পেলাম... অন্নরকম একটা অনুভূতি। আমরা ওখানে কিছু সময় পার করলাম। ঝর্না দেখা শেষে আমরা আবার আগের পথ ধরেই নিচে নেমে পরলাম। সেখানে একটা জিনিস খেয়াল করলাম যে Tourist-দের ব্যবহিত পানির বোতল ও অন্য জিনিস ফেলার জন্য জায়গায় জায়গায় Trushbin রাখা আছে। বালির লোকজন তাদের এই দ্বীপের পরিবেশের ব্যাপারে খুবই সচেতন। ফেরার পথে সেই Swimming Pool-এর পাশের একটা পাহাড়ি পানির ধারা থেকে হাত-মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, তার পর আমরা আমাদের গারীর দিকে চলে আসলাম। Driver আমাদেরকে বললও, চলেন তাহলে TEGALLALANG RICE TERRACE-এর দিকে যাওয়া যাক...
আমাদেরও এই বিষয়টা খেয়াল রাখা উচিৎ যেনো আমরা ঘুরতে যেয়ে সেখানের পরিবেশ নোংরা না করি......
বালি ভ্রমণের আরও তথ্য জানার জন্য পরবর্তী পর্ব গুলো দেখুন ও আরও ছবি দেখার জন্য আমার Profile- এর Wall Post গুলোতে দেখুন.....
For Better Video Go To This Link:
To Be Continued......
Dear friend, you do not appear to be following @artzone. Follow @artzone to get a valuable upvote on your quality post!