অযথা ভেবে কি হবে
মানুষের একটি সহজ গুন হল যেকোন বিষয় নিয়া শুধু শুধু ভাবতে পারে । ভাবতে ভাবতে দিন শেষ করে ফেলে কিন্তু কাজের কোন হতিস নাই , এর নামই মানুষ । কাজ না করেই ভাবে এরই নাম মানুষ । যদি কেউ সঠিক কাজ করার জন্য পরিকল্পনা করে তাহলে ঠিক আছে । কিন্তু আমাদের দেশের মানুষ শুধু ভাবতে জানে আর কিছু করার ক্ষমতা নাই ।
কিন্তু যারা অতিরিক্ত চিন্তা করে এদের জন্য অনেক ক্ষতির দিক আছে । চিন্তা করলে সঠিক ঘুম হই না । তাড়াতাড়ি মাথার চুল পাকা শুরু করে । চেহারা মলিন হইয়া যাই । দিন দিন শুকাই যাই । আসতে আসতে রোগা হইয়া যাই । এইটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি কর । এর জন্য চিন্তা না করে আমরা যদি কাজের ভিতরে সময় পার করি তাহলে সময় এবং মন দুইটাই খুব ভাল থাকবে ।
আমাদের পার্শ্ববতি দেশের মানুষ যেমন জাপান , ওরা এতোটাই পরিশ্রমি যে খারাপ চিন্তা করার কোন সময় নাই । সব সময় কাজের ভিতরে তাদের জীবন ডুবে থাকে । এবং সব দেশ থেকে ভিন্ন মাত্রাই এরা জীবন যাবন করে থাকে । তারা কাজের ভিতর অন্যতম মজা খুজে পাই । যা অন্ন দেশের মানুষ অলসতা দেখা যাই । তাদের জিবনের প্রথম দিন তাদের কাজ করতে হবে । এই জন্য দেশটি অন্ন দেশ থেকে এত আগাই যাচ্ছে ।
আমাদের দেশের মানুষ যদি আমনটি ভাবত তাহলে অন্ন দেশ আমাদের দেশের পিছনে পড়ে থাকত । যেগুলো নিয়া ভাবলে মানুষের উপকার হয় সেই গুলো নিয়া ভাবেন । কিন্তু আমাদের দেশের মানুষ যে গুলো মানুষকে খারাপের দিকে ঠেলে দেই সেই গুলো নিয়া বেশি ভাবে । সর্বদা মানুষের উপকার এবং দেশের উন্নতি নিয়া ভাবা উছিদ । তাহলে মানুষ এবং দেশ একসময় অনেক উন্নত হবে । ধন্যবাদ
i also agree with you. thanks to share your valuable and motivational speaking @dipjol
thank you so much for your good comments
Congratulations @dipjol! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Do not miss the last post from @steemitboard: