মাকে সবাই ভালোবাসে
পৃথিবীতে একজন আছে যে সন্তানদের নির স্বার্থ ভাবে ভালোবাসে , তিনি হল আমাদের মা । মা কে নিয়া অনেক কবি সাহিত্যিক এমনকি অনেক গান আছে । যে গান গুলোতে মাইয়ের ভালবাসার কথা জরিয়া আছে । আসলে যারা এই কবিতা বা গান লেখেন তারা মাকে হারিয়াছে এবং মা কে যখন মিস করে তখন এই কথা গুলো ভিতর থেকে চলে আসে । যাদের মা আছে তারা বুঝবে না মাইয়ের ভালোবাসা কি । কিন্তু যাদের মা নাই তারা জানে যে আমরা কি হারাইছি । কিন্তু অনেক সন্থান আছে যারা মা বুড়ি হইয়া গেলে তারা মা কে বোঝা মনে করেন । মা কে বিদ্ধাশ্রমে রেখে আসে । মাকে খোঁজ নেওয়ার কথা ও মনে করেন না। তারা সন্তান নামের কলঙ্খ । এই কাজটি কোন ভাল সন্থানের কাজ নই । কিন্তু তার পরও মানুষ এইটা কেন করে । মাকে তো সবাই ভালোবাসে । কিন্তু মা যখন মারা যাবে তখন আবার খুব আফসোস করবে । এইটাই মানুষ করে ।
এমন মানুষের সমাজের থেকে বের করে দিতে হবে । যারা মা থেকে দূরে থাকে , অনেকে পড়াশুনার জন্য বাইরে চলে যাই আবার টাকা রোজগার করার জন্য বিদেশ চলে যাই । তারা জানে মা কত গুরুত্বপূর্ণ তারা জানে মা কি জিনিস । তারা সব সময় মাইয়ের কথা মনে করে কান্না করে । দিন শেষ হইয়া যাই মাস শেষ হইয়া যাই মাইয়ের দেখা মেলে না । কতই না দুঃখ কষ্টের মাঝে তাদের দিন পার হয় । আবার অনেকে আছে বিয়া করার পর বউকে খুসি করার জন্য মা দূরে ঠেলে দেই । মা কে বিরক্ত মনে করে। যার থেকে আপনি কথা বলা শিখেছেন । যে আপনাকে বড় করেছেন । শত কাজের ভিতরেও আপনাকে খাবার খেতে দিছেন , যে আপনাকে কথা বলা শিখাইছে তার সাথে কিভাবে আপনি খারাপ ব্যবহার করেন ।
কিন্তু তারা একসময় না একসময় বুজতে পারে মাইয়ের ভালোবাসা কত জরুরি । একদিন না একদিন বুঝবেই কিন্তু তখন হইত মা আর পৃথিবীতে থাকবে না । এইটা ভাব্বেন যে আপনিও একদিন কোন সন্তানের পিতা কিনবা মা হবেন তখন তো আপনার সন্থান এইভাবে আপনার সাথে ব্যবহার করলে আপনি কি করবেন , প্রকিত পক্ষে যারা তাদের পিতা মাতার সাথে এই রকম ব্যবহার করে তাদের সন্থানও তাদের সাথে এই রকম ব্যবহার করে । মা অসুস্ত হলে তাকে সেবা জত্নকরুন । মা কে কষ্ট দিবেন না কোন কথা দ্বারা । খারাপ কোন আচরন করবেন না । মা যা খেতে চাই তাই খাওয়ান । মাইয়ের সাথে বসে ৫মিনিট গল্প করুন দেখবেন মা আপনার জন্য অনেক দুয়া করবেন এবং অনেক খুসি হবেন । এইটাই বাস্তব আমার চোখে দেখা । মাকে কখনও ফেলে দিবেন না ,সবার কাছে আমার অনুরোধ । সবাই মা কে ভালবাসুন । ধন্যবাদ
✅ Enjoy the vote! For more amazing content, please follow @themadcurator!
Congratulations @salahuddinkhan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!