আল্লাহ মানুষকে সৃষ্টির শুরু থেকে জ্ঞান অর্জন করতে বলেছেন । জ্ঞান মানুষকে উচ্ছতর মানুষে পরিনত করে । জ্ঞানের মূল্য কেও দিতে পারে না । আমরা যেখানে যাই না কেন সেখানেই কিছু না কিছু শিখতে পারি । জ্ঞান অর্জন করার জন্য চীন দেশে যেতে বলেছেন ।
চিন দেশ হচ্ছে জ্ঞানের ভাণ্ডার ।এই খানে গেলে কিছু না কিছু জ্ঞান অর্জন করা সম্ভব । মানুষ সৃষ্টির সেরা জীব মানুষ পারে না এমন কোন কাজ নাই। আজ মানুষ কত কি না করছে ।কত নতুন নতুন যন্ত্র আবিষ্কার করছে । মানুষের যদি জ্ঞান না থাকত এই গুলো কখনও পারত না। আর পৃথিবীর সব থেকে বেশি যন্ত্র তৈরি হই চীন থেকে । সুতরাং আমরা মানি সব থেকে জ্ঞানি মানুষ চীন দেশে বাস করে।
আমরা যেখানে যাই না কেন জ্ঞান অর্জন করার জন্য কাজ করি। এবং জ্ঞান অর্জন করার জন্য কাজ করি । সবার সবার জন্য সাহায্য করা উচিদ ।
আমার পোস্ট ভাল লাগলে কমেন্ট করে জানাবেন । সবাই সুস্ত ও ভাল থাকবেন ।
You got a 1.56% upvote from @postpromoter courtesy of @smsadman!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!