তা কখনোই হতে পারে না;
তোর সঙ্গে যদি না হয় কথা,
এই মন আমার পায় ব্যাথা;
ফোটে না ফুল আমার হৃদয় বাগানে;
থাকে না যে নীল আমার গগনে;
নদীর ধারা সব থমকে দাঁড়ায়;
ঘরির কাটাটাও স্তব্দ হয়ে যায়।
তা কখনোই হতে পারে না;
চারিদিক ধূসর হয়ে যায় তুই বীনা
রাতের আকাশে ওঠে না চন্দ্র-তারা;
সূর্যডুবিতে পাখিরা ফিরে না নীড়ে;
হতাশা জমে আমার এই মনের কুঠিরে;
নিজেকে লাগে বড় একা ও শুন্য,
তুই ছাড়া আমি যে অসম্পুর্ন ।
Nice photo
ঠিক বলেছেন!!
খুব সহজে এখনই ফ্রীতে ০.০০১২২ বিটকয়েন আর্ন করুন:
মাত্র একটি একাউন্ট করেই ফ্রীতে ০.০০১২২ বিটকয়েনের সমপরিমাণ কয়েন এখনই সাথে সাথে নিয়ে নিন।
কোন কাজ করতে হবে না, শুধু একাউন্ট খুললেই পাবেন।
অফারটি সীমিত সময়ের জন্য, জলদি একাউন্ট করে ফেলুন।
www.tinyurl.com/ydg6aj6t
কবিতা ভাল হইছে। চালিয়ে যান.....
This post has received a 12.99 % upvote from @booster thanks to: @jannat.