writing bangla poem

in #writing7 years ago (edited)


Source

" জীবন"

জীবন মানে স্বপ্ন ভাঙা,
জীবন দুখের গান
সাধের দেহ হবে মাটি,
পালাবে যখন প্রান ।
আপন দেহ খাঁচা ফেলে,
জান পাখিটা উড়িয়া গেলে
মায়া ঘেরা এ ভূবন তলে,
আদর মাখা মায়ের কোলে,
আর হবে না তোর ফেরা;
আর পাবিনা খুজে ওরে
চেনা আলয়-ডেরা।
তাইতো বলি ও মন-ময়ূরী
রাগ কিসে বল আর!
ডুবিয়া গেলে জীবন তরী;
ছিঁড়বে সুতার তার।
চেয়ে দেখ না দু চক্ষু মেলে,
মনের বদ্ধ দুয়ার খুলে
দুরের ওই দখিনা কোনে,
কালো কালো মেঘ জমেছে বেশ
বৈশাখী ঝড় আসবে ধেয়ে,
উড়াইয়ো না কেশ।
ওপারের ওই বালুচরে
তোর আসবে যখন ডাক ওরে,
পালাবি তুই কেমন করে
কেমনে আরও সময় চাইবি ওরে;
পাতিয়া হাত ভিক্ষা ছলে?
এখুনি তুই মিটায়ে লে
সাধ বাসনা জীবন কুলে।

Sort:  

You got a 84.44% upvote from @upmewhale courtesy of @jannat!

Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!

valo lagsa kobita ta, apni ke aita nejai liksan ?

This post has received a 54.93 % upvote from @booster thanks to: @zannat.