আমার নিজের ফটোগ্রাফি এবং আমার লেখা কবিতা ||| ২৫ নভেম্বর ২০২৩

in #writinglast year (edited)

s7.jpg

|

মাত্রা ছাড়া নির্বাক মুগ্ধতার আলোয়
যে অন্ধকার ছায়ার মত মিশে থাকে,
আরো বেশি একাকার গভীরে
আমি, তোমাকে খুঁজি অসম্ভব আদরে।

ঘুম ভাঙে, গত রাতের ভাঙা স্বপ্নের
টুকরোগুলোর ভেতরে ঢুকে
তোমার বিমূর্ত মনের ছবি আঁকি!

আমার সব আবেগ বিহ্বলতা
হৃদয়ের অগোছালো বাগানে,
তোমার পায়ের শব্দ শুনি!🤎🦋 |
|ধন্যবাদ-|

s8.jpg