বাংলাদেশের প্রেক্ষাপটে সল্প পূঁজিতে কিছু ব্যাবসায়িক আইডিয়া
পৃথিবীর বিভিন্ন দেশের অর্থনৈতিক দিকে তাকালে লক্ষ্য করা যায় অর্থ উপার্জনের অন্যতম উপায় হল ব্যবসা। ব্যবসার মাধ্যমে পৃথিবীতে তারা তাদের অবস্থান অর্জন করে নিয়েছে। ব্যবসায়িক অগ্রগতির এই যুগে বাংলাদেশ ও দিনে দিনে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে উন্নয়নশীল দেশে বিনিয়োগ করাকে বোকামি মনে করেন অনেকে। তবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সফল হওয়ার জন্য চাই ইচ্ছাশক্তি , কঠর পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টা।
বুটিকসের ব্যাবসা
বর্তমান যুগ পোশাক ও ফ্যাশনের যুগ। নতুন নতুন ডিজাইন ও গুণে মানে উন্নত মানের পোশাক বানালে খুব দ্রুত আপনার সব পণ্য বাজারযাতকরন হয়ে যাবে। এবং আপনি খুব তারাতারি সফল ও লাভবান হবেন।আর বুটিক্সের বিজনেস করতে খুব বেশি মুলধনের যোগান দিতে হয় না। তাই আপনি খুব সহযেই এই বিজনেস টা স্টার্ট আপ করতে পারেন। তাই আর দেরি না করে আজই ব্যবসায়ে নেমে পড়ুন।
প্রক্রিয়াজাত খাবারের ব্যবসা
Source
কাঁচা মাল বেশিদিন সংরক্ষন করা যাই না।তাই কাচামালের ব্যবসা কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে যাই। তাই যে সব পন্য শুখনা এগুল সহযেই সংরক্ষন অ বাজারযাতকরন করা যাই।সল্প পুজিতে প্যাকেটযাত খাবারের ব্যবসা করা যাই।
ফুড কার্ট
বাংলাদেশের প্রেক্ষাপটে সল্প পূঁজিতে ফুড কার্ট বিজনেস একটা দারুন আইডিয়া।আপনি যেকোন স্কুল কলেজ অথবা কোন পার্কের সামনে একটা ফুড কার্ট ওপেন করতে পারেন।এটা নিঃসন্দেহে অনেক ভাল চলবে। আর এর জন্য আপনাকে দোকান ভারার জন্য আলাদা করে কোন টাকা খরচ করতে হবে না তাই খুব সহযেই আপনি একটা ফুড কার্ট ওপেন করতে পারেন।
কসমেটিকস ও জুয়েলারি ব্যবসা
বর্তমান যুগে বিশেষ করে মেয়েরা অনেক বেশি ফ্যাশনেবল।যার জন্য তাদের প্রতিদিন অন্যান্য সকল জিনিষের মত কসমেটিকস ও জুয়েলারি্র প্রয়োজন হয়। তাই কসমেটিক্স ও জুয়েলারির বিজনেস করে খুব সহযেই ব্যাবসায়ে পরিচিতি ও লাভবান হওয়া সম্ভব।
আসুন সল্পপুজিতে ব্যাবসা করি, দেশ ও নিজের উন্নতি করি।
Invest sara kono kaj possible na karon nete ja saide kaj korbe tate invest korte hobe.Thanks for your informatino @zannat
Khubb valo.But Invest kora ta pocondo holo na.
Invest chara to business hobe na vaiya
Seta to ami jani.But invest to apnar sobar dike aktu takiye kora ucit.Anyway thanks, Apnar wall e na asle sicreat trick ta jante partam na.
You got a 5.46% upvote from @upmewhale courtesy of @zannat!
Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!
You got a 9.66% upvote from @postpromoter courtesy of @zannat!
Want to promote your posts too? Check out the Steem Bot Tracker websitevote for @yabapmatt for witness! for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please
Bohot acha content yaha. Shukra