Motherhood

in #zappl7 years ago

"স্বামী-স্ত্রীর মাঝে মিল যেমন, বাচ্চা হবে ঠিক তেমন"

"(লেখাটি আমার প্রিয় ও শ্রদ্ধেয় শিক্ষক "ডা: দিলীপ" স্যারের genetics লেকচারের অনুকরনে লেখা।)"

Medical Genetics এর মতে, we are nothing but mirror image of our mother & father, অর্থাৎ, আমরা আমাদের মা-বাবার অবিকল প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নয়। তার মানে হলো আমাদের শরীরের ৫০% ক্রোমোসোম মায়ের, আর বাকি ৫০% ক্রোমোসোম বাবার। মেডিকেলের ভাষায় যদি বলি, আমাদের শরীরে ৪৬ টা ক্রোমোসোম আছে, যার ২৩ টা মায়ের, বাকি ২৩ টা বাবার। যদিওবা দুজনের অবদান সমান সমান তবুও medical science এর মতে মায়ের অবস্হানকে আরো একটি বিশেষ কারনে বাবার উপরে রাখা হয়েছে। কারন, বাবার শুক্রাণু যখন মায়ের ডিম্বানুর সাথে মিলিত হয়ে একটা ভ্রুন তৈরীর প্রক্রিয়া শুরু হয় তখন সেই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার জন্য energy (ATP) লাগে। আর, সেই energyর যোগানদাতা হচ্ছে একমাত্র মায়ের ডিম্বানুর Mitochondria।
কারন, শুক্রাণু যখন ডিম্বানুর সাথে মিলিত হয় তখন সে শুধু ডিম্বানুর ভিতরে তার genetic material টি দিয়েই তার দায়িত্ব সম্পন্ন করে মরে যায়। শুক্রানুর Mitochondria এখানে কোন কাজেই আসে না, সে শুুধু দূর্গম পথ (Testes____to____Ovum) পাড়ি দিয়ে ডিম্বানু পর্যন্ত পৌঁছানোর জন্য নিজের mitochondria-র energy-কে ব্যবহার করে। আর, মায়ের এই mitochondria যদি না থাকতো তাহলে আমরা কেউই আর এই পৃথিবীতে আসতে পারতাম না।দেখুন,ভ্রুন তৈরীর শুরু থেকে একটা বাচ্চা পৃথিবীতে আসার আগ পর্যন্ত, শুধু তাই নয়, বাচ্চার জন্মের পর লালন-পালন থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব ও এই মা টার উপরই থাকে। সেজন্যই আমাদের ইসলাম ধর্মে মায়ের অবস্থানকে বাবার চেয়ে উপরে রাখা হয়েছে।আর, এসকল কারনেই মায়ের সাথে সন্তানদের bonding বাবার তুলনায় একটু বেশী হয়।

যেহেতু, husband এর সকল খাইচলতকে represent করে তার sperm এর ২৩ টা ক্রমোসোম, আর wife এর সকল খাইচলতকে represent করে তার ovum এর ২৩ টা ক্রমোসোম, সেহেতু, স্বামী-স্ত্রী উভয়ের মানসিকতা কেমন তার উপরে নির্ভর করবে তাদের অনাগত ভবিষ্যৎ বাচ্চাটি কেমন হবে।
এবার তাহলে চিন্তা করে দেখুন স্বামী-স্ত্রীর দুজনের মধ্যে সর্ম্পক যদি ভালো হয় তাহলে তাদের ভবিষ্যৎ বাচ্চাটি ভালো হতে বাধ্য। আর যদি দুজনের মনের মিল না থাকে,
সব সময় TOM & JERRYর মতো চলতে থাকে তাহলে কি হবে সেটা বাচ্চা হওয়ার পরে বাচ্চার activities দেখে নিজেরাই টের পাবেন।
তাই বলছি, এখন থেকে নিজেদের মধ্যে আজাইরা বিষয় নিয়ে অযথা মনোমালিন্য না করে ভালোবাসা আর হৃদ্যতার মাধ্যমে নিজেদের সর্ম্পটাকে আরো গভীর করুন, আর নিজেরা happy থাকুন এবং একটি ভালো বাচ্চাকে পৃথিবীতে আমন্ত্রন জানান।
কারন, আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ।
আমাদের বাচ্চাগুলো যদি ভালো না হয় তাহলে তারাও একটি মেরুদন্ডহীন জাতি ভবিষ্যত প্রজন্মের জন্য উপহার হিসেবে রেখে আমাদের মত একদিন এই পৃথিবী হতে বিদায় নিবে।

So, Moral is :-
১. সর্বদা নিজের মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন কারন সৃষ্টিকর্তার ইচ্ছায় তাদের মাধ্যমে আমি আপনি আমরা সবাই এই পৃথিবীতে আসার সুযোগ পেয়েছি।

২. স্বামী-স্ত্রী একে অপরকে ভালোবাসুন, দেখবেন একদিন আপনার সন্তান ও আপনাকে ভালোবাসবে।
And, so on... মানে...
আপনার বাচ্চাও আপনার বাচ্চার বৌকে ভালোবাসবে (after puberty mean করেছি, কেউ আবার precocious puberty মনে কইরেন না।)

#Dr. Shamsul arefin.FB_IMG_1527382373992.jpg
Collected.
plz @upvote and follow that's helpful for me in next journey in @steemit.