My dear hive friends,
I am @samadbro08 from Bangladesh
Today is Monday , January 14/2025
Assalamu Alaikum. Freewriter community members, hope everyone is well. Today I will present to you A poem about Rickshaw driver . Let's begin.
The wheel of the rickshaw turns, the dust spreads, Carrying the burden of life, he sings the song of the way.His bored face wet with sweat on the way, Day rush for money and house.
Morning to night, sun or rain, He finds the color of life in the darkness of the street. The weary traveler of the current city, His painful story is like a silent song.
The cycle of life revolves at the turn of the hand, Sometimes happiness comes, sometimes it is filled with sadness.A rickshaw puller, yet you are a steadfast warrior. The heartbeat of this city runs on your hard work.
A ray of sunshine shines on your sweat spots, The lamp of life of this city lives on your labor. Rickshaw driver, you are the everyday hero. Bad life emotions in your songs.
রিকশার চাকা ঘুরে, ধুলো মেখে যায়,
জীবনের বোঝা টেনে সে পথের গান গায়।
পথে পথে ঘামে ভেজা তার উদাস মুখ,
অর্থ আর ঘরের জন্যে দিনের দৌড়চোখ।
সকাল হতে রাত, রোদে কিংবা বৃষ্টিতে,
জীবনের রঙ খুঁজে সে গলির অন্ধকারে।
চলতি শহরের ক্লান্তিক্লিষ্ট যাত্রী,
তার কষ্টে ভরা গল্প যেন নীরব গীতি।
হাতের কলে ঘুরে যায় জীবন চক্র,
কখনো সুখ আসে, আবার দুঃখে থাকে ভরা।
রিকশা চালক, তবু তুমি অটুট এক যোদ্ধা,
তোমার পরিশ্রমে চলে এ শহরের হৃদযন্ত্রটা।
তোমার ঘামের বিন্দুতে ফোটে একরাশ রোদ,
তোমার শ্রমে বাঁচে এই শহরের প্রাণের প্রদীপ।
রিকশা চালক, তুমি প্রতিদিনের নায়ক,
তোমার গানে বাজে জীবনের আবেগ।
My name is Md. Abdus Samad. I am a Bangladeshi. My district name is Meherpur and Thana Gangni. Union sixteen taka. My village name is Jugirgofa. Currently there are four people in my family. Especially we are two brothers of parents. I am the eldest son of the family. My educational qualification is I am an honors 4th year student of Bengali department. My college name is Gangni Government College.
Follow Our Social Media