17/05/2021৩রা জ্যৈষ্ঠ ১৪২৮
𝕿𝖍𝖊 𝖂𝖊𝖊𝖐𝖑𝖞 𝕿𝖚𝖗𝖓𝖎
𝕰𝖉𝖎𝖙𝖔𝖗𝖎𝖆𝖑
CZ recently mentioned that Cypto Projects all used to start with ‘B’… bit…block…, and then the defi wave came and everything started sounding like food 😊 Pancake, Sushi, … Then many other things happened and defi projects started sounding like a zoo or jungle; Ape, Goose, Panther… I don’t know how I feel about it, but it sure as hell funny! Many of us in the community have firsthand knowledge on many of these projects. I have no recollection on how exactly our involvement started with these things, but I can see a vast majority of our present conversation revolve around these terms over the last couple of months. To me it is fascinating! I have seen many financial things comes and go in my life. It is not the product that matters or will stay. What matters in the willingness to evolve with time….. borrowing the old motto of a Bengali newspaper:
" পড়তে হয়; নইলে পিছিয়ে পড়তে হয়! "
Simple translation: You must read, otherwise you fall behind. Nothing can be more true in the fast and dynamic world of crypto. You must stay on the cutting edge at all times; otherwise, you get obsolete rather quickly. This is perhaps also true for out personal lives. If you can’t evolve as a person, soon you will find yourself alone and friendless, likely in a small apartment or your room in your parent’s house. It’s a fact. Now you may say, nothing wrong with that, I am perfectly fine with that. Cheers! Power to you! But take this from me, its not fun in the long run. You need your friends, real and virtual, both, these days. It is not fun to live in isolation for an extended period, especially when you are young. So, get a move on, get out there, and make friends, you will learn and enrich yourself in the process.
Getting back to these defi project that many of us are so interested in, it promises financial freedom, NOW, and that will a very low cost of entry. For most people from the developing world, the power of crypto comes in from the very low cost of entry. People can and does start with almost nothing and can built a good nest egg relatively quickly. This is impossible with conventional finance. However, there is no free lunch, so the success not automatic, it does require some commitment and education. There are numerous traps and scams; and it is unforgiving. It is like the wild west and everyone is literally out there to get you! Or rather your money. But if you can navigate the jungle, the success is possible and it never possible at this pace in conventional finance.
So, it is your call what you like to do. Do you want to walk the jungle? Or do you like to stay in your dad’s apartment for the rest of your life? LOL
কর্পোরেট ভোগী জীবনের সবকিছুই পাওয়ার পলিটিক্সের উপর নির্ভর করে। শারীরিকভাবে দুর্বল মানুষের মন খারাপ থাকে এই ভেবে যে, তারচেয়ে শক্তিশালী কেউ তাকে সহজেই আক্রমণ করে ধরাশায়ী করতে পারে। এজন্য সে বিভিন্ন শক্তিবর্ধক খাবার খায় এবং যাদের টাকা নাই তারা হারবাল ওষুধের দ্বারস্থ হয়। কারন তাকে যদি শক্তিশালী কেউ আক্রমণ করে সে যেন তাকে ধরাশায়ী করতে পারে। ভালো পুষ্টিকর খাবার বা ঔষধ খাওয়ার এটাই তার অন্যতম উদ্দেশ্য।
অপরদিকে আর্থিক ভাবে দূর্বল মানুষ এই ভেবে মন খারাপ করে যে, টাকাওয়ালা লোক আমার উপর ক্ষমতা খাটাবে। এজন্য সে চায় অঢেল টাকা। টাকাটা কিন্তু খাওয়া-পড়ার জন্য সে চায় না। সে চায় পাওয়ার পলিটিক্স খাটানোর জন্য। ঘরে একটা গুন্ডা ছেলে থাকলে এখনকার বাবা-মা খুব খুশি হয়। খুশি হয় এই কারণে যে, প্রতিবেশীর উপর তাদের একটা কর্তৃত্ব থাকবে।
একই কারণে অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের সদ্যশিক্ষিত ছেলেপেলে সবাই বিসিএস ক্যাডার হতে চায়। কারণ বাংলাদেশে বসে সবচেয়ে জবাবদিহিতা ছাড়া ক্ষমতার অপব্যবহার এরাই করতে পারে।
এখন একটু ব্যতিক্রমে যাওয়া যাক। দূরবর্তী মজলুমদের নিয়ে কথা বলাটা আসলে সহজ। এই যেমন ধরুন ফিলিস্তিন! ওরা মার খাচ্ছে আর মার খাচ্ছে। ওদের নিয়ে সহমর্মিতা দেখানোটা খুব সোজা। ওদের ইসুটা একাধারে বিশ্বরাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক ইসু। আপনি বাংলাদেশেই তো থাকেন! ঘরে বসে ফিলিস্তিন, কাশ্মিরের প্রতি সহানুভূতি দেখানো আসলেই সোজা।
আপনাকে অনুরোধ করবো খালি একবার বাংলাদেশে দাড়ি-টুপি রেখে দেখেন। দেখবেন আপনাকে নিয়ে শিক্ষিত সমাজের মন্তব্য। খুব ব্যতিক্রম না হলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনার প্রথম বাঁধাটা আসবে ঘর থেকে। এই যে আমি বা আপনি বাংলাদেশের মজলুমদের ইসু টপকে কায়দামতো ফিলিস্তিনে যেয়ে পশ সাজি এটাও কিন্তু ঘুরিয়ে-ফিরিয়ে পাওয়ার পলিটিক্সের অংশ।
আবার এই শিক্ষিত শ্রেণি ফিলিস্তিন ইসুতে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে বলে আমরা খালিচোখে দেখতে পাচ্ছি। কিন্তু ভুল করেও যদি ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের উপর সীমিত সামরিক অভিযান চালানোর ক্ষমতাও রাখতো তবে এদের মন্তব্য সম্পুর্ন ঘুরে যেতো। সবই পাওয়ার পলিটিক্স।
আল্লাহ সবাইকে হেফাজত করুক
কুব্রিকের এ স্পেস অডিসি বহু কারণে জনপ্রিয়, বিশ্ব সিনেমার সেরাগুলোর একটা বলে প্রসিদ্ধ কিনা। তবে এই সিনটা বিশেষ প্রিয় আমার, অন্যরকম ভালোলাগা কাজ করে। স্পেসশিপের ক্রু একটা সুইচে চাপ দেয়, অমনি কৃত্রিম অভিকর্ষ বল সৃষ্টি হয় আর সে বৃত্তাকার সিড়িতে হাটতে থাকে! এবং কয়েক পা যাওয়ার পর, সে উল্টো হয়ে সিলিং এ ঝুলে আছে, হাতে ট্রে ভর্তি খাবার।
দেখলেন? পড়ে যাচ্ছে না!
গোটা সিন এমন একটা অচেনা আবহ তৈরী করেছিলো যার সাথে, সিনেমার মুক্তির সাল, অর্থাৎ ১৯৬৮ এর মানুষ পরিচিত ছিলো না। চন্দ্রাভিজানের ঠিক আগের সালের সিনেমা, বিশেষ করে যখন জনমনে স্পেসরেইস নিয়ে বিবমিষা জাগ্রত হয়ে গেছে। সে হিসেবে ২০০১ চন্দ্রাভিজান নিয়ে মানুষকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে বটে! বাস্তব প্রভাব বেকুবদের মুন ল্যান্ডিং কনস্পাইরেসি থিওরি নয়।
বলা হতে পারে, এমন সিন তো আরো আছে। সত্যি, জিরো গ্রাভিটিওয়ালা বহুত সিন ২০০১ এরপরে নির্মিত বহুত সিনেমায় পাওয়া যাবে বটে, কিন্তু ঐসবই গিমিক হিসেবে ব্যবহৃত। চমকে দেয়ার জন্যে। ২০০১ এর এই সিনের মত ক্যাজুয়াল নয়। "কল্পিত স্বাভাবিকতা" নয়।
ঐ সময় এইরকম গ্রাভিটি কিভাবে বানিয়েছিল এ ব্যাপারে ঘাটিনি, তবে আমার ধারণা গোটা কাঠামো একটা সিলিন্ডারের মত, আর ক্যামেরা তার সাথে ফিক্সড করা। কাঠামো ঘুরেছে, আর অভিনেত্রী হেটেছে পৃথিবির ওরিয়েন্টেশন বরাবর, কিন্তু ক্যামেরা ফিক্সড বলে মনে হয়েছে অভিনেত্রী হেটে সিলিং-এ ঝুলে আছে। এই টেকনিক এখনও ব্যবহৃত হয়।
"ভাল্লাগে না" কি একটি রোগের নাম? আমি আজও সন্দিহান এবং এর উওর খুঁজতে ও যে কেমন যেন একটা ভাল্লাগে না টাইপ অনুভূতি কাজ করে। এই ঈদ গেল বন্ধু বান্ধব অনেকেই কম-বেশি ঘুরতে গেল আর আমি সেই বরাবর এর মতো এক অসুস্থতা নিয়ে বাড়িতে শুয়ে-বসে ভাল্লাগে না রোগে আক্রান্ত হয়ে আছি।
মজার ব্যাপার কি, আয়মান সাদিক এর একটি বই আছে "ভাল্লাগে না" নামে। মাঝে দিয়ে এতই মরিয়া ছিলাম এই ভাল্লাগে না কাটিয়ে উঠতে যে সেই বই পর্যন্ত অর্ডার দিয়ে আনি। কিন্তু সত্যি বলতে আজও সেই বই খানা পড়া শেষ হয়নি।ওই যে ভাল্লাগে না রোগে আক্রান্ত। আমার থেকে এই বই খানা গুটি কতক মানুষজন নিয়ে পড়েছে,তারাও নিজেদের ভাল্লাগে না রোগের রোগী বলে দাবী করে কিন্তু এই রোগ থেকে কাটিয়ে উঠতে দেখিনি আমি তাদের। হাহাহা।
আমার মা বলে,"রোগ বাধিয়ে রাখলেই রোগ বাড়ে, নিবারণ এর ইচ্ছা থাকলে সেরে যায়।" সেইম থিং হেয়ার। আমি যে একটা কিছু করব এই আলসেমি টা ছাড়তে যে মনোবল বা ইচ্ছাশক্তি টা প্রয়োজন সেটাই করে উঠতে পারছি নাহ। ইদানীং একটা জিনিস খেয়াল করলাম যে ফোন ছাড়াও ভালোভাবে সময় কাটানো যায়।বেশি কিছু প্রয়োজন নেই, একটু উঠে গিয়ে পরিবারের সাথে একটা টপিক নিয়ে কথা তুললেই হবে। বন্ধুবান্ধবদের মাঝে যেমন আমাদের কথার সীমা নেই তেমনি পরিবারের সাথে ও সেটা সম্ভব। শুধু প্রয়োজন একটু ইচ্ছে আর কিছু সময়। সারাদিন বাসায় বসে সময় কাটানো যায় আবার ইচ্ছে করলেই দুটো বন্ধুকে ফোন দিয়ে বের করে একটু আড্ডা দেওয়া সম্ভব। তবে বর্তমান পরিস্থিতিতে সেটা কিছুটা পাশ কাটিয়ে সোশ্যাল মিডিয়ায় ও সেই আড্ডার ঝড় তোলা সম্ভব। একটু আগেও এক ঘণ্টার একটা গ্রুপ ভিডিও কলে বন্ধুবান্ধবদের সাথে কিছুটা আনন্দের সময় কাটিয়ে ভাল্লাগে না রোগটা থেকে নিরাময় গ্রহণ করেছি।
এত কিছুর পরও কেন যেন ভাল্লাগে না সবকিছু।
𝕳𝖊𝖗 𝕸𝖆𝖏𝖊𝖘𝖙𝖞’𝖘 𝕯𝖔𝖒𝖆𝖎𝖓
That brown couch has only one inhabitant nowadays. The cat.
The dinner was served early as the old man was not feeling too well and thought of sleeping early. She too was feeling quite comfortable after that delicious meal but she found the remote and went clicking. No one knows when she learned to switch it on, but it doesn’t matter. It takes her quite a few tries to change a channel; the remote doesn’t work too well and with all the surrounding tapes makes it hard to click anything. It’s a fairly old TV; an old TV for an old man. Once there used to be people in his tiny house and it was too small to accommodate everyone. Every night after dinner, they all will crowd that couch and create some unimportant, unforgettable memories. And now, there’s no one else except him and the cat.
Image Source
Nothing extraordinary, one might assume, it’s just a regular cat; when has that ever been true for any pet owners. To everyone who has a pet, knows how precious they are. Kelsey is also loved by her Human too; apparently the cat owners are now called their “Humans”. Do I have to tell you who Kelsey is? It hasn’t been very long since she was adopted, neither did it take long enough for her to win everyone’s heart. Although she appears to be quite a diva at times and avoids the other living souls present in the house, no one can turn away from her. Unlike all those memes of “If I fits, I sits”, she seldom does it. But that brown couch is hers and hers alone; if her mood is into sharing, then she allows someone to crash on it. Then again, there isn’t anyone else in the house other than the old man, her owner. This is where he lived all his life; he started his life here and it will end inside these walls.
He loved the cat dearly, although that wasn’t the case before. He absolutely forbade any pet living under his roof for decades, not out of hatred. If you see him now, you wouldn’t say he disliked pets. Sometimes people change their minds, don’t they? And now she became his pride and joy, a friend at the late stage of his life. Often he calls her “Her Majesty” because of her personality. When Her Majesty claims her throne, aka the brown couch, he places her tiny blanket on her and flops in the chair nearby. She doesn’t always operate the remote, only occasionally. When he’s away from the living room, he places the remote right under her paws. Other times she controls the operator; funny right? A cat choosing which channels or shows to watch. Oh, she has her favorites lined up as well. Just in the late hours, she prefers watching Animal Planet.
The brown couch and its recent occupier have their own story to tell. Old or new, every single item, living or non-living, has their story. Everything is old except Kelsey. The old house, the old TV, the old remote, the old brown couch and the old man. Only Her Majesty is refreshingly new. She changed the atmosphere, breathed in a new life. He was getting calls from nursing homes and assisted living situations; growing old, he was. Every day he’d be getting calls from real-estate agents to sell that broken down haunted house he lives in; yes, one guy called it haunted once over the phone. The old man had thought of getting rid of the tardy looking couch right before Kelsey had arrived, but she occupied it soon after she was brought there. Even the TV gets checked out by cable operators twice every month; Kelsey didn’t like any of the newest TVs in the showroom, so no changes were made. The old shambles still standing, that TV needs repairing but refuses to die permanently and so the remote, the old brown couch still an object of contentment to one, and so the old man is at peace to some extent.
It almost feels as if she’s the glue that binds the man with everything that comforts him; more or less her presence intensifies that sheltered feeling. All that was once decrepit, has now found a new spirit.
Her Majesty and her domain.
Dear editor,
For many of us, our parent's house are never to be left, even when we own the house or run the family. And I kind of find it comforting. Being close to family.
I'm very close to my family for example. They know about my crypto journey of course and I often jokingly say সিংহের বাচ্চা পালতেছি, কলা চাষ করতেছি and it's no problem! Me, my younger brother and my father usually debate hours on end talking about nature of art, literature, politics and such. Specially politics, since all three of us have different ideologies in mind.
I have virtual friends of course, and some offline ones too, from my childhood days. But I don't find it comfortable making new friends anymore. Perhaps, I will regret it being all alone like you say, but I'm fairly confident, I will have thins to keep me busy.
@minhajulmredol ভাল্লাগেনা রোগ আমার পরিচিত কয়েকজনের আছে জানি। এই থেকে মুক্তি পাইতে হইলে তোমার কোন প্যাশনের জায়গা দরকার। হইতে পারে বই পড়া, সিনেমা, গান (আমার ক্ষেত্রে যেগুলা আরকি) অথবা সম্পূর্ণ ভিন্ন কিছু। বাগান করা, মাছ ধরা (সাকিব যেমন), ট্রাভেলিং ইত্যাদি। তোমার কী ভাল্লাগে এইটা খুঁজে বের করার চেষ্টা করো। ভালোলাগা শুরু হইতে পারে তখন!
@artistparthoroy দুর্দান্ত পেইন্টিং হয়েছে ভায়া! কল্পনাটা দারুণ!
I know where you are coming from, Amor. Believe me, I know the feeling. After all, walked similar streets myself didn't I?
That said, the sentiment in the editorial is perhaps western? Traditionally in the west kids leave home when they go to college at 18. Now, this is a broad generalization, and it is actually reversing in the west. Due to economic downturn, and lack of jobs, it is now quite common to see 30 year old kids staying with their family (with job, or without job). And I have seen the reverse sentiment growing in our respective homelands. So, bottomline the sentiment is complex, and you can argue from both sides.
I thought the point was jeta ke bangla e bole নিজের পায়ে দাঁড়ানো ... I think on that point you might agree with me, whether we stay with the family or stay on our own.
Good
@notacinephile I can relate to your feeling in some extent. I guess after a certain age, we try to find comfort in our own shell. It's okay to embrace lonely feeling sometimes.
এত গঠনমূলক লেখা আমার ভিত্তে নাই। তাই নিজের মত কিছু ছবি আঁকার চেষ্টা করি।
Thanks for the compliment bro 🙏🙏🙏
সিনেমা আর ইন্টারনেট এর জগৎ টাই আপাতত একটু ভালোলাগার খোরাক। বাট ট্রাভেলিং টাও অনেক ইচ্ছের একটি বিষয়।সেটা তো ঠিকমতো হচ্ছে নাহ পরিস্থিতির জন্যে। তবে এই ভাল্লাগেনা রোগটা পাশে বয়ে নিয়েই এগিয়ে যাচ্ছি, ধীরে ধীরে পুরো তালে কাটিয়ে উঠবো।🥳✌️
That can only happen in a zoo you know... If it was a jungle then the Goose will probably become the next meal... anyways... people are too comfortable with the conventional finances.. my mom reminds me twice a day to cash out everything and put it in a bank and make FDRs... yea... and also tells me that all the smart people cash out as fast as they can.. I'm laughing as I'm writing... I don't think I'm going to change her perception yet
পাওয়ার, পলিটিক্স,এবং পয়সা and then there are citizens who are mere puppets... a game of chess... it's not quite sure whose playing who but we're all pawns... I heard a few years ago, a quote that's disturbing and relatable at the same time "a single death is a tragedy, a thousand is statistics"
There could be a possible explanation to how she walked defying gravity and all.. and that too with 1968 technology... but I was thinking about the food in the tray you know... or maybe the tray was empty
শনিবার ভাল্লাগেনা, রবিবার ভাল্লাগেনা, সোমবার ভাল্লাগেনা, মঙ্গলবার ভাল্লাগেনা... বড়ই ছোঁয়াচে রোগ... আমিও ভুক্তভুগি
partho bhai... I can't say anything because it will always appear repetitive... we're all glad to have you among us... as always, your painting is beyond beautiful
give my hugs to your mother, Fia. This reminded me of my mom, now. I liked how you wrote about the cat, you must think about publishing stories. It would do good for the children to read new ones.
I am also glad to be with this team and
It is good to hear the recurrence of praise from the elder sister.
thank you apu 🙏🙏🙏
হাহাহা, এ রোগের রোগীর সংখ্যা চারদিকেই ভরপুর।
খুব অধীর আগ্রহে বসে আছি, পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর এক-দুটো ট্যুর দিতে পারবো তবেই নাহ একটু চিল আসবে জীবনে।🥰😛
I had a cat once, when I was 10. I lost him. I abandoned him. And his memory keeps abandoning me since then.
last year my niece sort of adopted a stray dog... and like other stray dogs, she didn't stay in our home but would roam around but everyone, other dogs and people too, picked on her... tortured her... she couldn't bear long enough and died in our basement... my niece still remembers her vividly
I feed some street cats.
an act of kindness is always appreciated... thank you
The second paragraph is a major motivation for me today with respect to the crypto space, we must be at the cutting edge at all times...Thank you for this piece
Glad to hear that you found it inspiring. Stay with us, BDC publishes Turni(this magazine) every week, and the editorial part always comes with a great piece and also with some good articles from various authors.
Have a good time.
অসাধারণ সুন্দর চিএ😍
I've always been alone if I noticed that crowded places will just hurt me emotionally. However, life will no fun without discovering something new because we are all human and we can grow. Staying in a room in the apartment is not that bad but it's just that boring.
We need to take a gamble in the crypto world or else we will never know how to become rich. Just imaging by the way. lol
Yeah, it needs some/ a lot of luck (i would say a lot) and experience in that recipe. If everything goes well we are on the moon or in a hole😛
Lovely Turni. I am left speechless by the excellence in literature and I wish these were bound as an ebook of sorts or as a blog, maybe a BD blog
Artist Partho Roy should hold an exhibition maybe on the blockchain.
The amount of work in my portfolio is very low.
I'm still learning. I want to think a little later for the exhibition.
Thanks for your suggestion @sayee 🙏🙏🙏
All the best :)
Maybe we can do that one day, I hope so. Thankfully all the pieces are available here and if someday BDC wishes to take this kind of step then we can easily pick them up from here.
yes, thats true :)
𝕰𝖉𝖎𝖙𝖔𝖗𝖎𝖆𝖑
About the crypto space and its evolution. I think it is a hard one to keep up with as there new products launching each day and one cannot keep track of all. In my opinion, it is best to follow the things you're interested in. I am interested in content creation and I follow projects that align with my interests. And yes, I dabble into other things but I know my roots.
I can imagine the emotional attachment a pet and it's owner has. Most times they become like family and we treat them like family.
I used to have a neighbor's dog that I liked, we had this mutual friendship even though I wasn't the owner. When she died it felt like I had lost a friend.
Congratulations @bdcommunity! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next payout target is 9000 HP.
The unit is Hive Power equivalent because your rewards can be split into HP and HBD
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!
Very nice painting, I like it very much, you actually painted a lot of beautiful paintings