![IMG_20221106_153953.jpg](https://images.hive.blog/DQmXPUFKvhdpx84Tuemwq5U4HVLLEUjUEVu5zMfs67jib7y/IMG_20221106_153953.jpg)
"যেতে মন নাহি চায়, তবুও চলে যেতে হয়! এইটাই জীবন"
শুরুটা হয়েছিলো ২০১৯ সালে। নতুন জায়গা, নতুন মানুষ এবং নতুন পরিবেশ। শুরুতে মানিয়ে নিতে কষ্ট হয়েছিলো বেশ। তবে সময়ের ব্যবধানে গড়ে উঠেছিলো আরেকটি ভালোবাসার পরিবার। পাশে পেয়েছিলাম কয়েকজন সত্যিকারের বন্ধুকে। যারা আমার প্রতিটি পদক্ষেপে পাশে ছিলো এবং ভবিষ্যতে ও থাকবে। সেমিষ্টার ব্রেকে এখন থেকে সেখানে আর পাহাড় সমুদ্রে ঘুরে বেড়ানো আমাদের স্মৃতির পাতাটাকে বারিয়েছে বেশ।
তবে এবার যে বিদায়ের পালা। চারটি বছর আজ শেষের পথে। সবার গন্তব্য এবার আলাদা। আবারো হাটতে হবে নতুন কোন রাস্তায় নতুন কোন মানুষদের সাথে। জীবনের আরেকটি অধ্যায়ের সমাপ্তি আজ এখানেই। ভালো থাকিস তোরা, বন্ধু!!
শুভ কামনা রইলো তোর জন্য। বাকি জীবন আরো ভালো হোক,সুন্দর হোক। তুই অনেক ভালো কিছু করবি এটাই আশা করি এবং আমার পক্ষ থেকে তোর জন্য দুআ থাকবে সবসময়। তোকে অনেক মিস করবো।😔 আর কখনো বলা হবে না বন্ধু ল্যাব রিপোর্ট টা দে, অ্যাসাইন্মেন্টা দে, বন্ধু এই টপিক টা বুঝতেছি না একটু বুঝায় দে। আর বলা হবে না । চারটা বছর একসাথে ছিলাম, এখন আলাদা থাকতে হবে। 😔 বাকি জীবনের যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকবো ইনশাআল্লাহ।
একটা ইন্ডাস্ট্রি খুলতাছি। চলে আইসো🥺🥺🥺🥺
Hi @fa-him, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!
Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.
JOIN US ON
এটাই বাস্তবতা। নতুন স্থান,নতুন বন্ধু। এভাবেই চলে জীবন। শুভ হউক পথ চলা।
হা! এভাবেই চলছে জীবন 😃