শুভ কামনা রইলো তোর জন্য। বাকি জীবন আরো ভালো হোক,সুন্দর হোক। তুই অনেক ভালো কিছু করবি এটাই আশা করি এবং আমার পক্ষ থেকে তোর জন্য দুআ থাকবে সবসময়। তোকে অনেক মিস করবো।😔 আর কখনো বলা হবে না বন্ধু ল্যাব রিপোর্ট টা দে, অ্যাসাইন্মেন্টা দে, বন্ধু এই টপিক টা বুঝতেছি না একটু বুঝায় দে। আর বলা হবে না । চারটা বছর একসাথে ছিলাম, এখন আলাদা থাকতে হবে। 😔 বাকি জীবনের যে কোনো প্রয়োজনে অপ্রয়োজনে পাশে থাকবো ইনশাআল্লাহ।
একটা ইন্ডাস্ট্রি খুলতাছি। চলে আইসো🥺🥺🥺🥺