মেয়েদের এতো ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়া আমার পছন্দ নয়। যে বয়সে সে ঘুরে বেড়াবে সেই বয়সে মেয়েটা কি পারবে পরিবারের ভার নিতে? এই বয়সে সে আর বুঝেই বা কি।
আগে দেখা যেতো গ্রামের মেয়েদের ছোট বয়সেই বিয়ে হয়ে যেতো। তবে এখন এই প্রথার পরিবর্তন আসতে শুরু করেছে৷
মেয়েদের এতো ছোট বয়সে বিয়ে হয়ে যাওয়া আমার পছন্দ নয়। যে বয়সে সে ঘুরে বেড়াবে সেই বয়সে মেয়েটা কি পারবে পরিবারের ভার নিতে? এই বয়সে সে আর বুঝেই বা কি।
আগে দেখা যেতো গ্রামের মেয়েদের ছোট বয়সেই বিয়ে হয়ে যেতো। তবে এখন এই প্রথার পরিবর্তন আসতে শুরু করেছে৷
পরিবর্তন হইতো এসেছে কিছু কিছু জায়গায়,তবে এখনও গ্রামে এসএসসির পাশের পর আর কোন মেয়ে অবিবাহিত থাকে না বেশিরভাগ ক্ষেত্রে,যাদের মা-বাবা শিক্ষিত তারা হয়তো পড়ালেখা করতে পারে, বিয়ে পরে হয়।
তবে যাইহোক,এইসবক্ষেত্রে পরিবর্তন সত্যিই দরকার।
এসএসসির পর বিয়েতে আমি সমস্যা দেখিনা। বিয়ে করলেই যে সব সমস্যা তা কিন্তু নয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া ৯০% ছেলেমেয়ে পাপাচারে লিপ্ত। ধর্মীয় দৃষ্টিগুন থেকে আগে বিয়ে হয়ে যাওয়াই ভালো। তবে সেটা ১৭/২০ বছরের আগে নয়!