You are viewing a single comment's thread from:

RE: My obsession with Pakistani singer Atif Aslam!

in BDCommunity2 years ago

আতিফ আসলাম আমারও অনেক পছন্দের শিপ্লী।
তার গানগুলো বেশ জনপ্রিয়।

পাকিস্তানি এই শিল্পী বলিউডে বেশ শক্ত অবস্থান তৈরি করেছিল। পাকিস্তানি একজন শিল্পী ভারতের মধ্যে এতটা জনপ্রিয়তা পাওয়া স্বপ্নের মত। যা অন্য যে কোন শিল্পীর জন্য প্রায় অবাস্তব। তবে আতিফ আসলাম বলেই মনে হয় অসম্ভবকে সম্ভব করতে পেরেছে। তবে এটা মানতেই হবে আতিফ আসলামের কণ্ঠ অন্য যে কোন শিল্পীর থেকে হাজার গুনে উত্তম।

মাঝে মাঝে যখন আমার মন খারাপ থাকলে কোন খোলা জায়গায় বসে আতিফের গানগুলো শুনতে বেশ ভালো লাগে। অনেকটা হৃদয় ছুয়ে যাওয়ার মত।

যদি আমাকে কখনো পাকিস্তানী কোন শিল্পীকে বেছে নিতে বলা হয়। তাহলে আমি আতিফ আসলামকেই চিহ্নিত কররো। এক কথায় সুপাস্টার সে...