আহা সৌন্দর্য! এই সবুজের প্রতি আলাদা একটা ভালোবাসা কাজ করে। হয়তো গ্রামে সবুজের মাঝে বড়ো হয়েছি বলে।
আমাদের গ্রামের পাশেই সবুজে ঘেরা একটা মাঠ ছিলো।প্রতিদিন বিকেলে সেখানে ছুটে যেতাম ক্রিকেট খেলতে। এই ক্রিকেট খেলা নিয়ে যে মায়ের হাতে কতো মাইর খেয়েছি 😃 পুরো বিকেল জুড়ে খেলা শেষে পাশের বিশাল পুকুরটাতে সবাই মিলে গোসল করে বাড়ি ফিরতাম।
বর্ষাকালে বন্ধুরা মিলে মাছ ধরার বিষয়টা ছিলো আরো বেশি আনন্দের। কেউ বরশি, আবার কেউবা জাল দিয়ে মাছ ধরতাম। পরে সবাই একসাথে জোলাপাতি খেলতাম এই মাছ দিয়ে। সাথে সবার ঘর থেকে চাউল সংগ্রহ করে রান্না করা হতো।
কতোই না সোন্দর ছিলো দিনগুলো। আজ শহরে চার দেয়ালের মধ্যে থেকে সবুজের সৌন্দর্যটাকে ভীষণভাবে মিস করি, সাথে সময়গুলোকেও। আবার যদি ফিরতে পারতাম 🥹😥
শহরে থাকা মানে সারাক্ষণ চার দেয়ালে বন্দী থাকা। হয় বাসা, নয়তো অফিস অথবা বাস৷