আর মেয়েরা মনে হয় এই দিনটাতে একটু বেশি শাড়িতে আকর্ষণীয় হয়ে ওঠে।
কি আছে কাশফুলে যে মেয়েরা এতো পছন্দ করে কাশফুল? ছুটির দিনে তো বউ সেজে ঘুরতে আশা মেয়েদের জন্য কাশফুলের এরিয়া তে হাটাই যায়না 😃। তবে ছুটির দিন ছাড়া মোটামুটি ভালোই থাকে পরিবেশটা
ভেবেছিলাম ভার্সিটির বন্ধুরা মিলে দিয়াবাড়ি থেকে ঘুরে আসব।
এবার আসলে একেবারে গোলাপ গ্রামেও ঘুরে যাবেন।সাথে আমিন গ্রুপের এদিকে আসতে পারেন। চারদিকে শুধু কাশফুল আর কাশফুল। আশা করি ভালোই লাগবে।