You are viewing a single comment's thread from:

RE: উত্তরার দিয়া বাড়ি ভ্রমন 🏢

in BDCommunity2 years ago

ফেসবুকে ঢুকলেই এখন কাশফুলের ছড়াছড়ি। আর মেয়েরা মনে হয় এই দিনটাতে একটু বেশি শাড়িতে আকর্ষণীয় হয়ে ওঠে।

আমি একবার দিয়া বাড়িতে গিয়েছিলাম। খুব খোলামেলা জায়গা যার কারনে হাটাহাটির জন্য বেশ ভালো। আর এখন তো মানুষ সেটাকে পর্যটনে পরিণত করছে। কিন্তু বলতে হবে সেখানে ছবি তুললে সেটা বেশ সুন্দর আসে। চারিপাশের এত আলো আর কোলাহল কম থাকার কারণে আকাশটাও বেশ পরিস্কার থাকে।

ভেবেছিলাম ভার্সিটির বন্ধুরা মিলে দিয়াবাড়ি থেকে ঘুরে আসব। কিন্তু পরে আর যাওয়া হয়নি, অনেকেই রয়েছে পূজার ছুটিতে সময় কাটানোর জন্য বাড়ি চলে গেছে।

Sort:  

the kashful vibe is everywhere, true that! 🤣

আর মেয়েরা মনে হয় এই দিনটাতে একটু বেশি শাড়িতে আকর্ষণীয় হয়ে ওঠে।

কি আছে কাশফুলে যে মেয়েরা এতো পছন্দ করে কাশফুল? ছুটির দিনে তো বউ সেজে ঘুরতে আশা মেয়েদের জন্য কাশফুলের এরিয়া তে হাটাই যায়না 😃। তবে ছুটির দিন ছাড়া মোটামুটি ভালোই থাকে পরিবেশটা

ভেবেছিলাম ভার্সিটির বন্ধুরা মিলে দিয়াবাড়ি থেকে ঘুরে আসব।

এবার আসলে একেবারে গোলাপ গ্রামেও ঘুরে যাবেন।সাথে আমিন গ্রুপের এদিকে আসতে পারেন। চারদিকে শুধু কাশফুল আর কাশফুল। আশা করি ভালোই লাগবে।