একনায়কতন্ত্রের উপর গণতন্ত্রের প্রলেপ লাগিয়ে দেশ চলছে, যেখানে বাকস্বাধীনতাকে খুঁজে পাওয়া যায় না। @rafa-noor
এ কথা তো ভুলেও বলা যাবে না 🤐। নাহয় পরদিন দেখা যাবে কোন নদীতে বা নালায় নিজেকে খুজে পাওয়া গেছে। তাও আবার আত্মহত্যার নামে।
যাইহোক, ১৯৭১ সালের স্বাধীনতা আমাদের অনেক বড় প্রাপ্তি। যথাযথ শক্তি আর অস্ত্র সরঞ্জাম ছাড়াই বাঙালির বীর সন্তানরা যা করে দেখিয়েছে তা ইতিহাসে বিরল।
তবে কথায় আছে না " স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন"। আমাদের বেলায় হয়তো সেটাই হয়েছে।
আসলেই, স্বাধীনতা রক্ষা করা একটু হলেও সহজ হতো যদি আমাদের এই বুদ্ধিজীবীরা বেঁচে থাকতো। মুজিব দেশ শাসনের ভার তো যোগ্য কোনো মানুষের সাথে ভাগ করারই সুযোগ পায় নাই। এটা ভেবেই দুঃখ লাগে তখন সোনার বাংলাকে চোরের দেশ বলে যেই ছাপ্পা দেয়া হয়েছিল সেটা এখনও বিরাজমান 🙂
বাঙালিদের স্বভাবও খুব একটা ভালো তেমনটাও নয়! নাহয় দেশ আজ সিঙ্গাপুরের চাইতে কোন অংশে কম থাকতো না।