স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন
আসলেই, স্বাধীনতা রক্ষা করা একটু হলেও সহজ হতো যদি আমাদের এই বুদ্ধিজীবীরা বেঁচে থাকতো। মুজিব দেশ শাসনের ভার তো যোগ্য কোনো মানুষের সাথে ভাগ করারই সুযোগ পায় নাই। এটা ভেবেই দুঃখ লাগে তখন সোনার বাংলাকে চোরের দেশ বলে যেই ছাপ্পা দেয়া হয়েছিল সেটা এখনও বিরাজমান 🙂
বাঙালিদের স্বভাবও খুব একটা ভালো তেমনটাও নয়! নাহয় দেশ আজ সিঙ্গাপুরের চাইতে কোন অংশে কম থাকতো না।