You are viewing a single comment's thread from:

RE: Introducemyself: @pronom

in BDCommunity4 years ago


আমরা আন্তরিকভাবে আশা করি আপনি হাইভের সাথে মিশে যেতে পারবেন এবং যে লক্ষ্যে যোগদান করেছেন, তা সফল হবে।হাইভ কম্যুনিটিতে স্বাগতম, @pronom

আপনার জন্যে সাতটা পরামর্শঃ

১। আপনার পাসওয়ার্ডগুলো নিরাপদে রাখুন। লেখা পোস্ট করতে কেবল "পোস্টিং কী" ব্যবহার করবেন।
২। "অ্যাকটিভ কী" ব্যবহার করবেন ওয়ালেট থেকে টাকা (হাইভ কয়েন) লেনদেন করতে, কি-চেইন বা হাইভলক-এর জন্যে।
৩। "মাস্টার পাসওয়ার্ড" ব্যবহার করা হয় শুধু পাসওয়ার্ড রিসেট করতে। যদি অ্যাকাউন্টে ঝামেলা হয়, তখন।
৪। পাসওয়ার্ডগুলো হারাবেন না। নিরাপদে রাখুন অফলাইনে। যেমন, কাগজে লিখে।
৫। অন্য কারো লেখা, তোলা ছবি, গাওয়া গান ইত্যাদি নিজের নামে পোস্ট করবেন না। হাইভে যাই পোস্ট করুন, লেখা, ফটো, ভিডিও—কোথা হতে নিয়েছেন উল্লেখ করুন। সেসব আপনার নিজের হলেও।

৬। #introduceyourself ট্যাগ একবারই ব্যবহার করা যাবে আপনার পরিচিতি পোস্টে, এবং ৭। বিশ্বস্ত কেউ বাদে অন্য কারো মেমো বা কমেন্টে দেয়া লিঙ্ক দেখলেই তাতে ক্লিক করবেন না। কথায় আছে, "চকচক করলেই সোনা হয় না।" এখানে ফ্রীতে কেউ কিছু দেবে না আপনাকে। আপনার হাইভযাত্রা সহজতর করতে @heyhaveyamet আপনার এই লেখা শেয়ার করেছে।

হাইভে আইডি খোলার পর যদি সবকিছু দেখে খুব জটিল মনে হয়, বা যদি আপনার কোন প্রশ্ন থাকে, তবে বিজ্ঞ, পুরনো হাইভিয়ানদের সাহায্য নিতে পারেন। তাঁদের সাথে আলাপ করতে The Terminal এর ডিসকর্ডে জয়েন করতে পারেন এখানেঃ

ভালো থাকুন এবং লেখালেখি শুভ হোক!