অভিবাদন সবাইকে,
আশা করি সবাই ভাল আছেন,
আমি Hive bolg এ নতুন,তাই আমি নতুন হিসেবে আমার প্রথম পোষ্টটি নিজের পরিচয় দিয়ে শুরু করলাম।BDCommunity তে এটি আমার প্রথম পোষ্ট।আশা করি প্রথম হিসেবে আমাকে সবাই সাপোর্ট করবে।
আমি প্রনম সরকার । আমি দিনাজপুর জেলার একটি ছোট্র গ্রামে বসবাস করি। আমি সাধারনত একটি ছোট্র পরিবারে বসবাস করি।যেখানে আমি বাবা-মা,ছোট ভাই বোন মিলে বসবাস করি।আমার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন তার মধ্যে আমি সবার বড়। বাংলাদেশের মধ্যে পরিবারের সবার বড় ছেলেটির দায়িত্ব থাকে অনেক ,যার মধ্যে আমিও পরি। আমার স্বপ্নগুলোকে বাস্তব করার লক্ষ্যে আজ আমার ছুটে চলা।তাই আজ আমি আমার নিজের প্রতিভা বিকাশের জন্য Hive Bolg এর মাধ্যমে BDCommunity তেএকটি সুযোগ করে নিতে চাচ্ছি ,জানি না আমি এখানে কতটা সফলতা অর্জন করবো । আশা করি Hive Bolg এর সবাই আমাকে উৎসাহ দিবে ,যাতে আমি এখানে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে পারি।
আমি আমার শিক্ষা জীবন শুরু করিছিলাম আমার নিজের জেলা এবং নিজের থানার মধ্যে।যেখানে আমার শৈশব এর সমস্ত স্মৃতি পরে আছে সেটি আমার বাল্য কালের রানীগজ্ঞ সরকারী প্রথমিক বিদ্যালয় ।যেখান থেকে আমার শিক্ষা জীবন এর শুরু হয়েছে এবং শেষ হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,দিনাজপুর।
আমি আমার শিক্ষা জীবন শেষ করে,বর্তমানে একটি ব্যক্তিগত ফার্মে কর্মরত আছি, বেশ ভালই আছি সবার দোয়ায়।
এখন আমার মেনে নিতে দ্বিধা নেই যে , এই সুযোগ গুলোর জন্য বেশি আকৃষ্ট হয়েছি।সত্যি কথা বলতে বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতির জন্য সকলের আর্থিক ও মানষিক ভাবে ভেঙ্গে পরেছে আর আমি ও তাদের মধ্যে একজন।
আর এখানে আমি এটাই ভেবেছি যে আমি আমার পছন্দের কাজ গুলি করার পাশা পাশি আমার মানষিক ক্লান্তি দূর করতে পারবো। আর এই রমম একটা প্লাটফর্মে নিজেকে প্রকার করতে পারলে গর্বিত মনে করব।
এই দেখ এতকিছু বলে ফেললাম অথচ আমার নিজের পছন্দের কথা কিছুই বলা হলো না।আমার প্রিয় শখ গুলোর মধ্যে আমার ভালো লাগা। প্রিয় খেলা গুলোর মধ্যে আমার জীবনের সতেজতা অনুভব করি। খেলার ধুলোর মধ্যে আমি ব্যাট্মিন্টন খেলতে পছন্দ করি ।আমি প্রথমে আমার প্রিয় শখের মধ্যে খেলাকে বেচে নিয়ে কেনো তুলে ধরলাম -সেটি একটি গুরুত্ব পুর্ন বিষয় যা সবার মধ্যে কাজ করতে পারে।হ্যা খেলা ধূলো হচ্ছে একটি শারীরিক ব্যায়াম যা শরির স্বাস্থ্য ঠিক রাখে। আমার শখের মধ্যে ছবি অঙ্কন একটি আমার প্রিয় শখ,আরো যদি সেটি হয় কোন প্রতিযোগিতার।
অবসর সময়ে আমি কাছের লোকের সাথে আড্ডা দিতে ভালোবাসি।মন খারাপ থাকলে নিজেকে ভাল রাখার জন্য মাঝে মধ্যে বেশুরা গলায় গান ধরি,কারো ভাল লাগলে গাই না লাগলেও গাই।একটি কথা না বললেই নয়, যেটা হইছে Hive Blog এ আমি কিভাবে আসলাম। আমার এখানে আশার বা পরিচয় দেওয়ার সুযোগ হয়েছে আমার এক বন্ধুর জন্য @salimnil9। এই গরম এর ঋতুতে বিকেলে বসে ক্লান্তি দূর করার জন্য দুই বন্ধু বসে গল্প করতেছিলাম,এক পর্যায়ে সে আমাকেHive Blog সম্পর্কে বিস্তারিত বলে ।তার কাছ থেকে জানতে পারি যে ,এটি এমন একটি প্লাটফর্ম যেখানে একজন ব্যক্তি তার প্রতিভাকে তুলে ধরতে পারে বিশ্বের কাছে আর সেটা যদি হয় ঘরে বসেই। তাই এই করোনা কালীন আমি এই সুযোগটি ছাড়তে চাই না বলে আজ আমার Hive Blog আশা।আমি আমার বন্ধুকে বললাম এমন সুযোগতো বর্তমানে অনেক সামাজিক মাধ্যম রয়েছে ,তখনে সে আমাকে আরো একটি গুরুত্ব পূর্ন তথ্য দেয় সেটি হচ্ছে Hive Blog নিজের প্রতিভা প্রকাশের পাশাপাশি কিছু নিজের পকেট মানি আসে।
একটা অনুরোধ সকেলের কাছে রইলো আমি নিজেকে খুব সুন্দর করে অন্যের সামনে তুলে ধরতে পারি না।
অনেক কথাই আপনাদের সবার সাথে hive blog এর মধ্যমে শেয়ার করলাম আশা করি আমার ভুল্ভ্রান্তি থাকলে সবাই ক্ষমার চোখে দেখবেন। আর আমি আমার বন্ধুর কাছে শুনেছিলাম যে BDCommunityতে বাংলাদেশীরা বেশি , তাই আমি একজন বাংলাদেশী হয়ে নিজেকে BDCommunity তে তুলে ধরলাম । আজ এই পর্যন্ত আশা করি আগামীতে আবারও নিজের পছন্দের কিছু আপনাদের সাথে শেয়ার করবো।
ধন্যবাদ সবাইকে
Welcome to the Hive platform.
I hope that it will be a good journey for you.
You came through your friend and yet didn't mention his name to introduce us, isn't that unfair? Hehehe. I hope you will know the basics from him. Once again, Best of luck. Have a great time.
actually I am new here that's the reason I don't know the right way . Please pardon me, for my mistake. now I correction my post. Help me to correct my mistakes. Thank you so much for telling me the right way. Thanks again.
Welcome pronom!
Ecency is fastest website, mobile and desktop application that improves your experience on Hive.
Use Ecency daily to boost your growth on platform!
Support Ecency
Vote for Proposal
Delegate HP and earn more
Welcome to the HIVE blockchain and THE TERMINAL in Discord! 😃
Congratulations @pronom! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
Your next target is to reach 50 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
আমরা আন্তরিকভাবে আশা করি আপনি হাইভের সাথে মিশে যেতে পারবেন এবং যে লক্ষ্যে যোগদান করেছেন, তা সফল হবে।হাইভ কম্যুনিটিতে স্বাগতম, @pronom
আপনার জন্যে সাতটা পরামর্শঃ
১। আপনার পাসওয়ার্ডগুলো নিরাপদে রাখুন। লেখা পোস্ট করতে কেবল "পোস্টিং কী" ব্যবহার করবেন।
২। "অ্যাকটিভ কী" ব্যবহার করবেন ওয়ালেট থেকে টাকা (হাইভ কয়েন) লেনদেন করতে, কি-চেইন বা হাইভলক-এর জন্যে।
৩। "মাস্টার পাসওয়ার্ড" ব্যবহার করা হয় শুধু পাসওয়ার্ড রিসেট করতে। যদি অ্যাকাউন্টে ঝামেলা হয়, তখন।
৪। পাসওয়ার্ডগুলো হারাবেন না। নিরাপদে রাখুন অফলাইনে। যেমন, কাগজে লিখে।
৫। অন্য কারো লেখা, তোলা ছবি, গাওয়া গান ইত্যাদি নিজের নামে পোস্ট করবেন না। হাইভে যাই পোস্ট করুন, লেখা, ফটো, ভিডিও—কোথা হতে নিয়েছেন উল্লেখ করুন। সেসব আপনার নিজের হলেও।
৬। #introduceyourself ট্যাগ একবারই ব্যবহার করা যাবে আপনার পরিচিতি পোস্টে, এবং ৭। বিশ্বস্ত কেউ বাদে অন্য কারো মেমো বা কমেন্টে দেয়া লিঙ্ক দেখলেই তাতে ক্লিক করবেন না। কথায় আছে, "চকচক করলেই সোনা হয় না।" এখানে ফ্রীতে কেউ কিছু দেবে না আপনাকে। আপনার হাইভযাত্রা সহজতর করতে @heyhaveyamet আপনার এই লেখা শেয়ার করেছে।
হাইভে আইডি খোলার পর যদি সবকিছু দেখে খুব জটিল মনে হয়, বা যদি আপনার কোন প্রশ্ন থাকে, তবে বিজ্ঞ, পুরনো হাইভিয়ানদের সাহায্য নিতে পারেন। তাঁদের সাথে আলাপ করতে The Terminal এর ডিসকর্ডে জয়েন করতে পারেন এখানেঃ
ভালো থাকুন এবং লেখালেখি শুভ হোক!
Welcome pronom!
Ecency is fastest website, mobile and desktop application that improves your experience on Hive.
Use Ecency daily to boost your growth on platform!
Support Ecency
Vote for Proposal
Delegate HP and earn more