বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিল শহরে একটা জায়গা। শিক্ষকদের প্রয়োজন ছিল শহুরে জীবন বা নাগরিক সুবিধা।
আমিও এটাই ভাবতেছিলাম।
চবি তে গিয়েছিলাম ২০১৯ এ, শহর থেকে কিছুটা দূরে হলেও আমার সবচেয়ে বেস্ট অভিজ্ঞতা ছিল সেখানে।
সাটলে করে যাওয়া, এত বড় এড়িয়ার এদিক সেদিক ঘুরে বেড়ানো। বন্ধুবান্ধব ও বড় ভাইয়া-আপুদের মতে ৪ দিন থেকেও নাকি আমার চবির অনেক কিছু দেখা ও উপভোগ করা বাকি।
হ্যাঁ, শহরে থেকে কিছু সুযোগ-সুবিধা হয়তো পাচ্ছেন কিন্তু তারচেয়ে বেশিই হয়তো মিস করে যাচ্ছেন।
ফিরে যাবার জন্য আন্দোলন করে যাচ্ছি ভাই এখনো।
বিভিন্ন প্রোপাগান্ডা ছড়িয়ে আন্দোলন স্তিমিত করে দিলো।
আর ক্যাম্পাস করে দিলো বন্ধ।
এসব আন্দোলনে হল/ক্যাম্পাস বন্ধ করে দেওয়া আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান হাতিয়ার।
হ্যাঁ সেটাই ভাই।
আর এভাবেই আন্দোলন মেরে ফেলা হয়।