যায় হোক, রেস্টুরেন্টে খুব সুন্দর করেই পরিবেশন করে৷ একারনেই সুন্দর মনে হয়। কিন্তু বাড়িতে বানানোর কারণে এত একটা সুন্দর করে পরিবেশন করা সম্ভব হয় নি। অবশ্য সে দরকারও নেই। খেতে পারলেই হল।
সেটাই। বাসার খাবার দেখতে এত আহামরি সুন্দর না হলেও স্বাদ ও মানে কোন তুলনা নেই।
জ্বী... এজন্যই বাসায় মাঝে মাঝে নতুন নতুন রেসিপি ট্রাই করি। খারাপ লাগে না।