খুব ভালো করেছেন ভাতিজাকে মসজিদে নিয়ে গিয়ে।
শিশুদের প্রতি যত্নবান হওয়া উচিৎ। যত্নবান বলতে শুধু তাদের শারিরীক দিকটাতে সীমাবদ্ধ করা ঠিক হবে না। মানসিক বিকাশ ও শিষ্টাচারের দিকে বেশি গুরুত্ব দেয়া উচিৎ। আমাদের সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। কারণ, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ।
হ্যা,সেটা মাথায় রেখেই তাকে নিয়ে যাওয়া।ধীরে ধীরে পরিবারের গন্ডীর বাইরের জিনিসগুলোও শিখতে হবে,বুঝতে হবে।ধন্যবাদ সময় নিয়ে পড়ার এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য।