তাই আমি বাহবা দিতে চায়, সমর্থন দিয়ে যাব যারা অন্তত সম্পদসর্বস্ব জনপদে থেকে জ্ঞানচর্চায় নিজের প্রজন্ম আর ভবিষ্যৎ সম্প্রদায়ের জন্য ভালো কিছু রেখে যেতে পেরেছে। হয়তো তাদের জীবনের কোন অংশ অর্থাভাব আর দারিদ্র্যের কায়ক্লেশে কেটেছে, যারা বৈভবের মধ্যে থেকেও নিজ কর্মে ব্রতী হয়েছে,কিংবা যাদের চারপাশে লোভের সুযোগ থেকেও তার বশবর্তী হয়ে মোহের নিকটে যায় নি - তারাই মহৎ জীবনের সন্ধান পেয়েছে।
ইতিহাস তাদেরই মনে রাখবে।
এ শ্রেণির মানুষের সংখ্যা দিনকে দিন ভীষণ হারে হ্রাস পাচ্ছে, আর আমার মনে হয় এ সংখ্যা ক্রমশ হ্রাসই পেতে থাকবে। যার জন্য অন্যতম প্রধান কারন আমার মনে হয়, বর্তমান আমাদের সমাজ-ব্যবস্থা, আর তথাকথিত আধুনিকতার নিজসত্তাকে বিলিনে নেমে পড়া। আর দিনশেষে যে গুটিকয়েকজন সব প্রতিকূলতা উপেক্ষা করে, আপনার বলা উক্ত লাইনগুলো মেনে চলবে এবং নিজ সত্তাকে আঁকড়ে ধরে রাখবে, আমিও বলবো তারাই সার্থক হবে এবং তাদের সবাই মনে রাখবে।
ধন্যবাদ আপনাকে।
কিন্তু, সবার লক্ষ্য হয়তো একরকম নয়। যার যার নির্দিষ্ট ব্যাক্তিত্ত্ব গঠন আর জীবন সম্পর্কে দর্শনগত জ্ঞান হয়তো সবসময় মহৎ কিছু করার জন্য ভাবায় না।
এরকমটা রাস্তাঘাটে, পথ চলতে চলতে যা কিছু ছোটবড় কর্মকাণ্ড চোখে পড়ে তাতে তো খুব একটা বোধোদয় হয় না।
তবে আশা করি কিছু মানুষ তবু সামনের দিকে নিয়ে যাবে এ দেশকে, তারাই ভবিষ্যৎ ।
💐💐