বাঙালিরা আর যাই হোক মনে হয় না ক্ষুধা সহ্য করতে পারে। কারণ আমরা বেশ ভোজন রসিক মানুষ। কিন্তু পৃথিবীর কিছু কিছু ছবি আমাদেরকে ভিন্ন ছবি তুলে ধরে। অনেক সময় আমরা অযথাই নিজের খাবার নষ্ট করি। অথবা রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা শুধুমাত্র নিজেদের বিলাসিতা পূরণ করার জন্য খরচ করি। কিন্তু এমন মানুষ রয়েছে যারা দিনে একবেলাও ঠিকমতো খেতে পায় না। আমি বিভিন্ন আর্টিকেল পড়েছিলাম যেখানে দেখেছিলাম ক্ষুধার্ত মানুষগুলো কতটা অসহায় নিজের কাছে। খুব ভালো লিখেছেন।
[Imgae] (source) আপনি এইভাবে ব্যবহার করলে আরও বেশি ছবিগুলো সুন্দর দেখা যাবে। আমি image and source এর মধ্যে স্পেস ব্যবহার করেছি আপনি যখন এটা করবেন তখন স্পেস ব্যবহার করবেন না।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। পরবর্তীতে Image source এর বিষয়টা খেয়াল রাখব।🙂🙂