ছবিগুলো অসাধারণ হয়েছে। চারিদিকেই সবুজের সমারোহ। এই সময়টাতেই হয়তো আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। শহরের বাইরে যখন এই জায়গাগুলোতে যাওয়া হয় তখন এমনিতেও মনের ভিতর এক ধরনের শান্তি কাজ করে।
তো যা বলছিলাম, ঝোপঝাড়ে পরিপূর্ণ এইসব গ্রামের রাস্তা ধরে হেঁটে বেড়াতে ভালই লাগে।
ছোটবেলার কত স্মৃতি যে গ্রামের রাস্তায় রয়েছে তা বলে শেষ করা যাবে না। আমার এখনো মনে আছে গ্রামের রাস্তাগুলো আগে তেমন একটা ভালো ছিল না। তাই যেখানেই যাওয়ার প্রয়োজন হতো হেঁটেই চলে যেতাম। যত দূরত্বই হোক না কেন সাথে যখন কাজিনরা থাকতো তাদের সাথে গল্প করতে করতে যখন হাঁটতাম রাস্তা কিভাবে যেন সহজেই ফুরিয়ে যেত।
গ্রামের ভাবটাই অন্যরকম। এজন্যই সুযোগ পেলে কারণে কিংবা অকারনেই গ্রামে চলে আসি আমি।