ঢাকা আমার কাছে খাদ্যের স্বর্গ।
বেশ ভালো বলেছেন, আমিও আপনার কথার সাথে একমত। খাবারের জন্য ঢাকাই হয়তো সেরা। এই জন্যই ঢাকা কে ছেড়ে যেতে খুব বেশি মায়া লাগে। মনে হয় গ্রামে গেলেই হুটহাট কোন কিছু অর্ডার করে খাওয়া যাবে না। অথবা চাইলেও কম সময়ের মধ্যে কোন রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যাবে না।
ঢাকার মানুষদের খারাপ থাকলেই সব থেকে আনন্দের জায়গা হল রেস্টুরেন্ট। নিজের পছন্দের এবং স্বাদমতো খাবারটা পেলেই যেন মনটা ভালো হয়ে যায়।
খানাস এ আমার যাওয়া হয়েছে কয়েকবার। তাদের খাবারগুলো অনেক বেশি ফ্রেশ এবং সুস্বাদু থাকে। আর আপনার ছবিতেও খাবার গুলো বেশ লোভনীয় হয়ে উঠেছে।
নানান সমস্যার মাঝে এই যে খাদ্য সংক্রান্ত যে সুখ ঢাকায় রয়েছে সেটা আসলেই অনেক বেশী সুখের ...
আপনার মূল্যবান কমেন্টের জন্য ধন্যবাদ !