আসলে বয়স বেশি হওয়ার পর বা অনেক শিক্ষিত হওয়ার পর বিয়ে হলেই যে সাংসারিক জীবন সুখের হবে,শ্বাশুড়ি বা ননদ,স্বামী অত্যাচার করবে না তার নিশ্চিয়তা কি?
কারণ জরিপে দেখা গিয়েছে,শিক্ষিত সমাজে দাম্পত্য কলহ যেমন বেশি বিবাহ বিচ্ছেদও তেমন বেশি।
এই সমস্যা সামাধানে শুধু শিক্ষিত হলেই হবে না,সমাজকে নৈতিকতা শিখতে হবে,সামাজিক পরিবর্তন দরকার,সমাজের মানুষের মনের পরিবর্তন দরকার।
সহমত! পরিবর্তন দরকার মানসিকতার...
আসলে এটা একটা বাস্তব কাহিনির উপর ভিত্তি করে লিখেছি,কেউ একজন এতো চড়াই-উতরাই পার করে সফল হতে পেরেছে সেটাই আমার গল্পের মূল বিষয় ছিলো।