মেডিকেলের বই এ পড়ি যে দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে পাকস্থলীর পেশীর সংকোচন হয় আর এতেই পেটে ব্যাথা লাগে যাকে আমরা বলি ক্ষুদা লাগা।কত সিম্পল একটা বেপার মনে হয় তখন।কিন্তু এই ক্ষুদা মেটানোর জন্যই পৃথিবী গতিশীল,সবাই এই ক্ষুদা মেটানোর জন্য ছুটছে।
যুক্তরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণা করে দেখেছিলেন,ক্ষুদা পেটে কখনও মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না।
পেটে ক্ষুদা থাকলে শরীরের আর অন্য কোন অঙ্গই তেমন কাজ করে না,এমনিক মস্তিষ্কও কাজ করা বন্ধ করে দিতে থাকে।
এজন্যই তো ক্ষুধার্ত মানুষের কাছে বুদ্ধি, বিবেচনা আশা করা বোকামি ছাড়া কিছুই না। ধন্যবাদ আপনাকে।