ট্যালেন্টের সঠিক মূল্য সবসময় পাওয়া যায় না।কিছু স্বার্থান্বেষী মহলের কারণে এমনটা হয়।তারা শুধু নিজেদের বেপারটা বুঝে।সঠিকটা বিচার করতে জানে না।যেটা নিজের , সেটা সেরা।অন্যের হলে সেটার দাম নেই।
একি আতিফ আসলাম,একিভাবে গাওয়া গান,কিন্তু যদি জাতীয়তা ভারতীয় হতো তাহলে হয়তো যে এওয়ার্ডগুলোর কথা বলেছেন সবগুলোই পেতো।
তারপরও যে মেধাবী,যে সেরা সে কোন না কোন ভাবে তার মূল্য পাবেই,যেমন আপনার মতো অগণিত ভক্তের মাধ্যমে আতিফ আসলাম পাচ্ছে।