সন্তানদেরকে অভিভাবকদের বুঝতে পাড়া ও অভিভাবকদের চিন্তাভাবনাকে সন্তানদের বুঝতে পাড়া, এই দুটো বিষয়ের সামাঞ্জস্যতা করা যাচ্ছে না। তাই বেশিরভাগ সময় সন্তানদের কষ্টকর মানসিকতার মধ্য দিয়ে বেড়ে উঠতে হয়। অভিভাবকের প্রয়োজন ও অভিজ্ঞতার উপর নির্ভর করে ন্তানদের উপর যেকোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ফলাফল বেশিরভাগ সময় দুঃখজনক হয়। যার ফলে সন্তানরা না পাড়ে জীবনের সঠিক লক্ষ্য স্থির করতে এবং না পাড়ে জীবনে স্বপ্ন বাঁধতে শিখতে। কারণৈএকজন মানুষের উদ্দেশ্য ও লক্ষ্য যদি অভিভাবকরাই ঠিক করে দেয়, তাহলে সেই মানুষরা কার জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য ঠিক করবে তা কি কেউ বলতে পাড়ে!
বর্তমান অভিভাবকদের সঠিক শিক্ষাগ্রহণের মাধ্যমে সন্তানদের পাশে থাকা এবং সন্তানের স্বপ্ন পূরনের সাহায্য করার ভুমিকা সম্পর্কে জানা উচিত। তা না হলে নিজেদের হাতেই নিজেদের ভবিষ্যত প্রজন্মকে কষ্ঠকর জীবনে দিকে ঠিলে দিতে হবে। যা কোনো সন্তানের জন্য কাম্য নয়।