কবিতাঃ " ছোঁয়া "

in #poetry7 years ago (edited)

কাশ ফুলের নরম ছোঁয়ায়,
শুধু ছুঁয়ে যায়নি তোকে ।
ছুঁয়েছে আমার এই মন
জানিনা তোর মাঝে আমি হারিয়েছি কখন ?
এলো মেলো কেশে তোর
মনে আমার লাগে দোলা
জানিনা বিকাল গড়িয়ে
কখন এলো সন্ধ্যা বেলা?
তোমার মুখের হাসির মোহে কখন যে
আমার দুহাত রেখেছি তোমার হাতে ,
আজ নিজেকে যত রাখি দূরে
মন শুধু চায় তোকে কাছে পেতে ।
তোর নরম পরশে আজ
মন আমার হয়েছে আহত,
তোর আর আমার সম্পর্ক কি
ভালোবাসা নাকি শুধুই বন্ধুত্ব ?

hr_thin.png

কবিতাটি ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।ধন্যবাদ ।
If You like my poem please let me know on comment box.Thank You.

অনুমতি ব্যাতিত এই কবিতা ব্যবহার না করার অনুরোধ করা হল।
I'm the✎ Author of this poem, So please don't use it without my permission.

002.gif

Sort:  

This post has received a 15.34 % upvote from @booster thanks to: @alaminhosssain.

অসাধারণ। রোমান্টিক কবিতা।
ভাই আমি বাংলাদেশী steemit a new.
Amar profile ta ekto daikha ishen...
Thanks bro

dhonnobad towhid bro .. obossoi apnar blog e jabo 😎

Thanks bro

khub sundor kobita vai.. vallagse ar ki..

good job brother. go ahead . best of luck

thanks sabbir bro🙂

khub romantic akti poem Bhai. Valo laglo onek

Bhai kmn asen

vulei gelen amake

dhonnobad zami bhai.. na vuli nai apnake, just ektu busy thaki bole reply dite pari na

really nice. onek onek valo laglo kobita ti.. keep it up brother

I really do not understand the words but l surely believe you have something good to offer..thanks for sharing